আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব | HSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান প্রথম পত্র নোট
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ব নোট

আদর্শ গ্যাস

যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে।

বয়েলের সূত্র

কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

চার্লসের সূত্র

স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C  থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0°C  তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

চাপীয় সূত্র

স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0°C তাপমাত্রার চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারাঙ্ক, γp

স্থির চাপে 0°C তাপমাত্রার নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ঐ করলে ঐ গ্যাসের প্রতি একক আয়তনে আয়তনের যে প্রসারণ হয় তাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বলে।

স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ বা চাপ প্রসারাঙ্ক, γv

স্থির আয়তনে 0°C তাপমাত্রার নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ঐ গ্যাসের প্রতি একক চাপের যে বৃদ্ধি ঘটে তাকে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারাঙ্ক বলে।

প্রমাণ তাপমাত্রা

যে তাপমাত্রায় প্রমাণ চাপে অর্থাৎ 760 mm পারদ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে।

প্রমাণ চাপ

সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 273.15 K তাপমাত্রায় উল্লম্ভভাবে অবস্থিত 760 mm উচ্চতাবিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে।

গড় বর্গ বেগ

কোনো গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড়কে গড় বর্গ বেগ বলে।

মূল গড় বর্গ বেগ

কোনো গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড়মানের বর্গমূলকে মূল গড় বর্গ বেগ বলে।

স্বাধীনতার মাত্রা

কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে।

শক্তির সমবিভাজন নীতি

তাপীয় সাম্যাবস্থায় আছে এমন গতীয় সিস্টেমের মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয় এবং প্রত্যেককে স্বাধীনতার মাত্রা পিছু শক্তি পরিমাণ হয় 1/2kT

পরম আর্দ্রতা

বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে।

শিশিরাঙ্ক

যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে।

আপেক্ষিক আর্দ্রতা

কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয়বাষ্পের ভর এবং ঐ একই তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ঐ স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে।


পদার্থবিজ্ঞান ১ম পত্র


অধ্যায় - ১ : ভৌতজগৎ ও পরিমাপ 

অধ্যায় - ২ : ভেক্টর 

অধ্যায় - ৩ : গতিবিদ্যা 

অধ্যায় - ৪ : নিউটনিয়ান বলবিদ্যা 

অধ্যায়- ৫ : কাজ, শক্তি ও ক্ষমতা 

অধ্যায় - ৬ : মহাকর্ষ ও অভিকর্ষ 

অধ্যায় - ৭ : পদার্থের গাঠনিক ধর্ম 

অধ্যায় - ৮ : পর্যাবৃত্ত গতি 

অধ্যায় - ৯ : তরঙ্গ 

অধ্যায়- ১০ : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ব

No Comment
Add Comment
comment url