পর্যাবৃত্তিক গতি | HSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান প্রথম পত্র নোট
পর্যায়বৃত্তিক গতি নোট

পর্যাবৃত্তি

কোনো রাশি বা অপেক্ষকের যদি বারবার পুনরাবৃত্তি ঘটে তবে তাকে পর্যাবৃত্তি বলে।

স্থানিক পর্যাবৃত্তি

কোনো বস্তুর গতি যদি এমনভাবে পুনরাবৃত্তি হয় যে নির্দিষ্ট সময় পরপর কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তবে তাকে স্থানিক পর্যাবৃত্তি বলে।

কালিক পর্যাবৃত্তি

কোনো রাশি বা ফাংশনের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর সেটি একই মান গ্রহণ করে তবে তাকে কালিক পর্যাবৃত্তি বলে।

পর্যায়কাল

পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে।

কম্পাঙ্ক

একক সময়ে যতগুলো পূর্ণ পর্যায় সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে।

স্পন্দন গতি

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে।

সরল দোলন গতি

যদি কোনো বস্তুর ত্বরণে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর ঐ গতিকে সরল দোলন গতি বলে।

বিস্তার

সরল দোলন গতিসম্পন্ন কোনো কণা এর সাম্যাবস্থান থেকে যে কোনো এক দিকে যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে তাকে তার বিস্তার বলে।

সরল দোলক

একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে একটি ওজনহীন, নমনীয় ও  অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে।

কার্যকরী দৈর্ঘ্য

ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলে।

সেকেন্ড দোলক

যে দোলকের দোলনকাল দুই সেকেন্ড অর্থাৎ দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এক সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে।

No Comment
Add Comment
comment url