Tense কাকে বলে? কত প্রকার ও কি কি?

Tense কাকে বলে?

“Tense” শব্দের বাংলা অর্থ হলো কাল। সঠিকভাবে ইংরেজী লেখার শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ “Soul of English Language” বলতে পারি। বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রেই Tense-এর প্রয়োজন অনস্বীকার্য। কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। Verb বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে Tense বা কাল বলে।

Tense-এর প্রকারভেদ

Tense প্রধানত তিন প্রকার। যথাঃ

1. The Present Tense, 2. The Past Tense এবং 3. The Future Tense.

Present Tense কাকে বলে?

Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে Present Tense বলে।

Present Tense এর চারটি রূপ। যথা:

  • Present Indefinite Tense
  • Present continuous Tense
  • Present Perfect Tense
  • Present Perfect Continuous Tense

Past Tense কাকে বলে?

Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বলে।

Past Tense এর চারটি রূপ। যথা:

  • Past Indefinite Tense
  • Past Continuous Tense
  • Past Perfect Tense
  • Past Perfect Continuous Tense

Future Tense কাকে বলে?

Verb এর যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে Future Tense বলে।

Future Tense এর চারটি রূপ। যথা:

  • Future Indefinite Tense
  • Future Continuous Tense
  • Future Perfect Tense
  • Future Perfect Continuous Tense