গ্লাইকোলাইসিস কী?

গ্লাইকোলাইসিস হলো শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ যেখানে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন করে।

ফসফোরাইলেশন কাকে বলে?

নাইট্রোজেন বেসের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হওয়া অ্যাডিনোসিনের সাথে এক বা একাধিক ফসফেট/ ফসফোরিক এসিড যুক্ত হয়ে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়। এভাবে ফসফেট যুক্ত হওয়ার সময় বাইরে থেকে শক্তি দিতে হয়। কোনো যৌগের সাথে এভাবে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াই হলো ফসফোরাইলেশন।

অবাত শ্বসন কাকে বলে?

যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষ মধ্যস্থ এনজাইম দ্বারা আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ (ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি), কার্বনডাই-অক্সাইড ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে। আরো পড়ুনঃ আংশিক চাপ কাকে বলে? বিয়োজন ধ্রুবক কী? … Read more

পাইরুভিক এসিডের সংকেত কি?

পাইরুভিক এসিডের সংকেত কি? পাইরুভিক এসিডের সংকেত হলো  C3H4O3 । আরো পড়ুনঃ মনোস্যাকারাইড কাকে বলে? DNA ট্রান্সলেশন কাকে বলে? ফরমালিন কাকে বলে? কার্যকরী মূলক কাকে বলে? স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য যৌগের সংকেত কাকে বলে? যৌগমূলক কাকে বলে? আণবিক সংকেত কাকে বলে?

অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে?

অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয় তাই হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজম দু’ভাগে বিভক্ত হয়। সাধারণত নিম্নশ্রেণির জীব যেমন- ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট ইত্যাদি জীবকোষে এ কোষ বিভাজন ঘটে।

অ্যাস্টার তন্তু কি?

মাইটোসিস কোষ বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে। এ সময়ে সেন্ট্রিওল দুটির চারিদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার তন্তু বলা হয়।