রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাস কষ্ট দেখা দেয় কেন?

রাতের বেলা উদ্ভিদে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে। ফলে উদ্ভি দেহ থেকে অক্সিজেন নির্গত হয় না। এর ফলে রাতে শুধুমাত্র শ্বসন ক্রিয়া চলার ফলে উদ্ভিদ তার চারিদিক থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাই-অক্সাইড নির্গত করে। এতে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয়।

ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়?

অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের কারণেই ক্যান্সার সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ এবং ই ৭ নামের দুটি জিন বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যূত করে। এতে কোষের বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় ক্যান্সার কোষ।

অমরা কি?

যে অঙ্গের কলার মাধ্যমে মাতৃ জরায়ুর টিস্যু এবং ভ্রূণ-এর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় সেই অঙ্গই হলো অমরা।

প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?

প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি (৯৯%) বাষ্পাকারে বের করে দেয়। এ পানি উদ্ভিদদেহে নানা ক্ষতিসাধন করতে পারে। আবার প্রস্বেদনের কারণেই উদ্ভিদ সহজে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। শোষিত পানি সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ ঘটায়। এর পাশাপাশি প্রস্বেদনের কিছু অপকারী ভূমিকা রয়েছে। যেমন- শোষণের চেয়ে প্রস্বেদনের হার বেশি হলে উদ্ভিদ নেতিয়ে … Read more

শ্বাসকার্য কাকে বলে?

স্নায়ুবিক উত্তেজনায় বাহির থেকে অক্সিজেন(O2)  যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করা এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বনডাই-অক্সাইড (CO2) যুক্ত বায়ু বাইরে নির্গত হওয়ার প্রক্রিয়াই হলো শ্বাসকার্য।