ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন?

ATP এর ফসফেট বন্ধনীর মধ্যে শক্তি আবদ্ধ থাকে। জৈব সংশ্লেষণ, পরিবহন ও অন্যান্য বিপাকীয় কাজে শক্তির প্রয়োজন হলে ATP (Adenosine triphosphate) ভেঙ্গে ADP (Adenosine diphosphate) ও অজৈব ফসফেট তৈরি হয় এবং শক্তি নির্গত হয়। এজন্য ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয়।

এনজাইম কাকে বলে?

যে প্রোটিন জাতীয় পদার্থ জীবদেহে অল্পমাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে।

বহিঃশ্বসন কাকে বলে?

ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বেড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গতকরণের মাধ্যমে মানবদেহ প্রতিনিয়ত যে শ্বাসকার্য চলতে থাকে তাকেই বহিঃশ্বসন বলে।

ম্যাক্রোউপাদান কাকে বলে?

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোই ম্যাক্রানিউট্রিয়েণ্ট বা ম্যাক্রোউপাদান। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ১০টি যথা- নাইট্রোজেন(N), পটাসিয়াম(K), ফসফরাস(P), ক্যালসিয়াম(Ca), ম্যাগনেসিয়াম(Mg), কার্বন(C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O), সালফার(S) এবং লৌহ(Fe)।