শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে)

শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে) বাহ্যিক প্রভাবক তাপমাত্রা অক্সিজেন পানি আলো কার্বনডাই-অক্সাইড অভ্যন্তরীণ প্রভাবক খাদ্য দ্রব্যের পরিমাণ উৎসেচক কোষের বয়স অজৈব লবণ কোষমধ্যস্থ পানি

শ্বসনের প্রকারভেদ (একনজরে)

শ্বসনের প্রকারভেদ (একনজরে) সাবত শ্বসন গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র অবাত শ্বসন গ্লাইকোলাইসিস পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ

সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ

সালোক সংশ্লেষণের প্রভাবক (একনজরে) বাহ্যিক প্রভাবক আলো কার্বনডাই-অক্সাইড তাপমাত্রা পানি অক্সিজেন খনিজ পদার্থ রাসায়নিক পদার্থ অভ্যন্তরীণ প্রভাবক ক্লোরোফিল পাতার বয়স ও সংখ্যা শর্করার পরিমাণ পটাসিয়াম এনজাইম

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি? অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলো হলো- নং   অবাত শ্বসন সবাত শ্বসন  ১ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়।  ২ শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়।  ৩ দুই ধাপে সংঘটিত হয়। চার ধাপে সংঘটিত হয়।  ৪ বিভিন্ন জৈব, যৌগ,  CO2 ও সামান্য … Read more

ঈস্টের শ্বসন মানুষ কী কাজে লাগায়?

ঈস্টের শ্বসন মানুষ কী কাজে লাগায়? ঈস্টে অবাত শ্বসন ঘটে। ঈস্টের অবাত শ্বসনের ফলে অ্যাকোহল ও কার্বনডাই-অক্সাইড উৎপন্ন হয়। মানুষ বেকারী বেকারী শিল্পে রুটি বা কেক ফোলানোর জন্য ঈস্টের অবাত শ্বসনে উৎপন্ন  CO2  কাজে লাগায়। অ্যালকোহল তৈরিতে ঈস্টের অবাত শ্বসন কাজে লাগানো হয়। কিছু প্রজাতির ঈস্টের অবাত শ্বসন কাজে লাগিয়ে জৈব এসিড উৎপাদন করা হয়।

তাপমাত্রা কিভাবে প্রস্বেদনকে প্রভাবিত করে?

তাপমাত্রার তারতম্যের সাথে প্রস্বেদন হারও উঠানামা করে। অধিক তাপে পানি সহজেই বাষ্পে পরিণত হতে পারে। ফলে প্রস্বেদন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে প্রস্বেদনের হার দ্রুততর হয়। তাপমাত্রা কমে গেলে তাই স্বাভাবিক নিয়মেই প্রস্বেদন হারও কমে যায়।

উদ্ভিদে শ্বসনে প্রয়োজনীয়তা কি?

উদ্ভিদ সালোকসংশ্লেষণের দ্বারা CO2  গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন ত্যাগ করে। শ্বসনে অক্সিজেন দ্বারা জারিত করে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে এবং CO2  ত্যাগ করে। উৎপন্ন শক্তি উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে। সুতরাং CO2 এবং  O2 এর ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্যই উদ্ভিদে শ্বসন প্রয়োজন।