রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করা হয়?

রক্তের লোহিত রক্ত কণিকায় ‘A’ ও ‘B’ নামক দুই ধরনের এন্টিজেন থাকে। আবার রক্তরসে ‘a’ ও ‘b’ নামক দুই ধরনের এন্টিবডি থাকে। এই এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করেই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কার্ল ল্যান্ডস্টেইনারের মতে রক্তের গ্রুপ চারটি A, B AB এবং O।

মেনোপজ কাকে বলে?

বয়:সন্ধিকাল থেকে মেয়েদের নির্দিষ্ট সময় পরপর রক্তস্রাব হয় যা মাসিক বা ঋতুস্রাব নামে পরিচিত। সাধারণত ৪০ – ৫০ বছর বয়স পর্যন্ত মহিলাদের ঋতুস্রাব চক্র চলার পর চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একেই মেনোপজ বলা হয়। মূলত এর মাধ্যমেই স্ত্রী দেহে গর্ভধারণ ক্ষমতা রহিত হয়।

সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে?

যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী ও সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ এবং সাইনোভিয়াল আবরণী নিয়ে গঠিত হয় তাই হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এ অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকায় অস্থিতে ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধ করে এবং অস্থিসন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়।

স্ট্রোকের লক্ষণ সমূহ কি কি?

স্ট্রোকের লক্ষণ সমূহ নিম্নরূপ- হঠাৎ করে বমি ও প্রচণ্ড মাথা ব্যথা হয়। কয়েক মিনিটের মধ্যেই রোগী সংজ্ঞা হারায়। রোগীর ঘাড় শক্ত হয়ে যেতে পারে ও মাংসপেশি শিথিল হয়ে যায়। শ্বসন ও নাড়ির স্পন্দন কমে যায়, মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে।

ধমনি ও শিরার মধ্যে পার্থক্য

নং   ধমনি  শিরা  ১ হৃদপিন্ডে উৎপন্ন হয়ে দেহের কৈশিকনালিতে সমাপ্ত হয়।  কৈশিকনালি থেকে উৎপন্ন হয়ে হৃদপিন্ডে সমাপ্ত হয়।   ২ হৃদপিন্ড থেকে দেহের দিকে পরিবহন করে। দেহ থেকে হৃৎপিন্ডে দিকে রক্ত পরিবহন করে।  ৩  পালমোনারি ধমনি ছাড়া অন্য ধমনিগুলো O2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত উজ্জল লাল বর্ণের। পালমোনারি শিরা ছাড়া অন্য শিরাগুলো CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। … Read more

রক্ত সংবহন তন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। রক্তনালির মধ্য দিয়ে রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। এ তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমে খাদ্য, পরিবাহিত হয়। ফলে দেহের সব কোষ সজীব এবং সক্রিয় থাকে।

থ্রম্বোসাইট কাকে বলে?

থ্রম্বোসাইট এর বাংলা প্রতিশব্দ অণুচক্রিকা, যা এক ধরনের রক্তকণিকা। যে রক্তকণিকা রক্ত তঞ্চন করে বা জমাট বাঁধানোতে সাহায্য করে তাকে থ্রম্বোসাইট বা অণুচক্রিকা বলে। রক্তে এ কণিকা নির্দিষ্ট পরিমাণে না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না। ফলে অনেক রোগীর প্রাণনাশের আশঙ্খা থাকে।

শীতকালে রেইনট্রি গাছের পাতা ঝরে পড়ে কেন? ব্যাখ্যা কর।

উদ্ভিদ প্রধানত মূল দ্বারা তার প্রয়োজনীয় পানি শোষণ করে এবং প্রয়োজনের অতিরিক্ত পানি পাতার স্টোমাটা ও কাণ্ডের লেন্টিসেল দ্বারা প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়। কিন্তু প্রস্বেদন বেশি হলে উদ্ভিদে প্রয়োজনীয় পানি ও খনিজের ঘাটতি দেখা দেবে। রেইনট্রি গাছের পাতার সংখ্যা বেশি থাকায় প্রস্বেদনের হার বেশি। প্রস্বেদনের অতিরিক্ত হার এর ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্যই শীতকালে রেইনট্রি … Read more