সংখ্যা কি?

অঙ্ক ০ থেকে ৯ এর পরবর্তী। অর্থাৎ ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১,…………………  ইত্যাদি হলো সংখ্যা।

অঙ্ক কি?

০ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ প্রত্যেকটিই এক একটি অঙ্ক।

বল ও কোটর অস্থিসন্ধি বলতে কি বুঝ?

বল ও কোটর অস্থিসন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মাথা বলের মতো গোল অংশ অন্য অস্থির কোটরে এমনভাবে স্থাপিত থাকে যাতে অস্থিটি বাঁকানো, পার্শ্ব চালনা ও সকল দিকে নাড়ানো সম্ভবপর হয়।

কব্জা সন্ধি কাকে বলে?

কব্জা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কব্জার মতো সন্ধিকে কব্জা সন্ধি বলে। যেমন- হাতের কনুই, জানু এবং আঙুলগুলোতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল মাত্র একদিকে নাড়ানো যায়।

এপিলেপসি কি?

এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ যাতে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই সামায়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে, শরীর খিচুনি বা কাঁপুনি দিতে থাকে।

অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য

অস্থিঃ অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। অস্থির কোষকে স্টিওব্লাস্ট বলে। তরুণাস্থিঃ তরুণাস্থি অস্থির চেয়ে নরম ও স্থিতিস্থাপক। তরুণাস্থির কোষকে কন্ড্রিওব্লাস্ট বলে।

বহিঃকঙ্কাল কাকে বলে? বহিঃকঙ্কালের কাজ এবং বহিঃকঙ্কালের গুরুত্ব

বহিঃকঙ্কাল কাকে বলে? বহিঃকঙ্কাল বলতে কঙ্কালের বাইরের অংশগুলোকে বোঝায়। অর্থাৎ কঙ্কালের যে অংশগুলো বাইরে অবস্থান করে তাকে বলা হয় বহিঃকঙ্কাল। এদের মধ্যে রয়েছে নখ, চুল, লোম ইত্যাদি। বহিঃকঙ্কাল হল প্রাণীর দেহের বাইরে অবস্থিত কঙ্কাল। এটি প্রাণীর দেহকে সুরক্ষা, সংহতি, আকার, চলাচল এবং পরিপাকতন্ত্রের কাজে সহায়তা করে। বহিঃকঙ্কাল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ক্যালসিয়াম কার্বনেট দিয়ে … Read more