ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়?

ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনাকে অভিকর্ষ উপলব্ধি বলা হয় কারণ অভিকর্ষের টানে ভ্রূণমূলের কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এই চাপ গিয়ে পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে। ফলে ভ্রূণমূলটিতে অভিকর্ষজ চলন দেখা যায় অর্থাৎ তা অভিকর্ষের টানে মাটির নিচে বাড়তে থাকে। তাই ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনা বা মাটির নিচের চলনকে অভিকর্ষ উপলব্ধি বলে।

ভ্রূণ আবরণী কাকে বলে?

ভ্রূণ আবরণী কাকে বলে? প্রত্যেক প্রজাতিতে ভ্রূণের জন্য মাতৃদেহের ভিতর সহজ, স্বাভাবিক ও নিরাপদ পরিবর্ধনের ব্যবস্থা হিসেবে ভ্রূণের চারদিকে যে আবরণগুলো থাকে সেগুলোকে বলা হয় ভ্রূণ আবরণী। এগুলো ভ্রূণের পুষ্টি, গ্যাসীয় আদান-প্রদান, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি কাজে সহায়তা করে থাকে। ভ্রূণ আবরণীর তিনটি স্তর এক্টোডার্ম: এটি ভ্রূণের বাইরের স্তর। এটি ত্বক, চুল, নখ, দাঁত, নার্ভ এবং … Read more

হরমোন কি?

মানবদেহ ও বিভিন্ন প্রাণীর দেহ থেকে নিঃসৃত রস যা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাই হরমোন। আরো পড়ুনঃ পরিপাক কাকে বলে? ফরমালিন কাকে বলে? পুষ্টি কাকে বলে? পরিপাকতন্ত্র কাকে বলে? জাইমোজেন কি? সিলেন্টেরন কাকে বলে? অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?

পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা

পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা পরিলক্ষিত হয়। কোনো পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসৃত করে যা ফেরোমন নামে পরিচিত। এই হরমোনের উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলোও খাদ্য উৎসে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে। এই হরমোনের জন্য পিঁপড়াগুলো একত্রে চলাচল ও খাদ্য সংগ্রহ করতে পারে। … Read more

ডায়াবেটিস রোগের লক্ষণ

ঘন ঘন প্রস্রাব হওয়া। অধিক পিপাসা লাগা। ক্ষুধা বেড়ে যাওয়া। পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকা। দুর্বলতা বোধ করা। চোখে কম দেখা। চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, ক্ষতস্থান সহজে শুকায় না।

পারকিনসন রোগ কি?

পারকিনসন এক ধরনের মস্তিষ্কের রোগ। ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেলে পারকিনসন রোগ হয়। বংশগতভাবে এ রোগটি হয়ে থাকে।