সমন্বয়ে মাদকদ্রব্যের প্রভাব আছে কেন?

বিভিন্ন মাদক দ্রব্য যেমন- তামাক, গাজা, সিগারেট, মদ প্রভৃতিতে নিকোটিন ও অন্যান্য নেশা উদ্রেককারী উপাদান থাকে যা স্নায়ুকোষকে উদ্দীপিত করে। ফলে স্নায়ুকোষের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। এতে মস্তিষ্কের সমন্বয় কার্যক্রম স্বাভাবিক ভাবে সম্পন্ন হতে পারে না।

নেগেটিভ ফটোট্রপিজম কাকে বলে?

ফটোট্রপিজম হলো উদ্ভিদের এক ধরনের বক্রচলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সব সময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সব সময় আলোর বিপরীত দিকে হয়। আলোর বিপরীতে মূলের চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে।

সমন্বয় কি?

উদ্ভিদ ও প্রাণীর দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একযোগে সংঘটিত হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

অ্যান্টিবায়োসিস কাকে বলে?

অ্যান্টিবায়োসিস (Antibiosis): একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস (Antibiosis) বলে। অণুজীবজগতে এ ধরনের সম্পর্ক বেশি দেখা যায়। আরো পড়ুনঃ আংশিক চাপ কাকে বলে? বিয়োজন ধ্রুবক কী? অম্লের বিয়োজন ধ্রুবক কাকে বলে? বিক্রিয়ার মাত্রা কী?