স্নায়ুতাড়না কি?

পরিবেশ থেকে যে সংবাদ স্নায়ুর ভিতর দিয়ে তরঙ্গাকারে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাই হলো স্নায়ুতাড়না। আরো পড়ুনঃ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কী? রেডিও টেলিস্কোপ কাকে বলে? মহাশূন্য প্রোব কী? সূচন তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য সংকোচন কাকে বলে? ব্যতিচার ঝালর কী? স্পেকট্রোমিটার কী? সমবর্তন কি? সমবর্তিত আলোক কাকে বলে? ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে?

সাইটোকাইনিন থাকে কিসে?

সাইটোকাইনিন উদ্ভিদ হরমোনটি ফল, সস্য ও ডাবের পানিতে থাকে। আরো পড়ুনঃ পরিপাক কাকে বলে? ফরমালিন কাকে বলে? পুষ্টি কাকে বলে? পরিপাকতন্ত্র কাকে বলে? জাইমোজেন কি? সিলেন্টেরন কাকে বলে? অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?

পিটুইটারি গ্রন্থি গুরুত্বপূর্ণ কেন?

পিটুইটারি মানবদেহের হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি। একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অপরদিকে, অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। তাই পিটুইটারি গ্রন্থি দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন গ্রন্থি। আরো পড়ুনঃ পিটুইটারি গ্রন্থি কি? পিটুইটারি গ্রন্থির কাজ কি?

পজিটিভ ফটোট্রপিজম কাকে বলে?

আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ডের ও শাখা প্রশাখার আলোর দিকে অথবা আলোর বিপরীত দিকে চলনই ফটোট্রপিজম চলন। এটি এক ধরনের বক্রচলন। সাধারণত উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার আলোর দিকে এবং মূলের আলোর বিপরীত দিকে চলন ঘটে। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে।

অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?

অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত অগ্ন্যাশয়রস পরিপাকে সাহায্য করে। আবার অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ও গ্লকাগন হরমোন নিঃসৃত হয় যা মানব দেহের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। সুতরাং অগ্ন্যাশয় একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে বলে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। আরো পড়ুনঃ পরিপাক কাকে বলে? … Read more