সেরিবেলামের কাজ কি?

সেরিবেলামের কাজঃ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করা। চলনে সমন্বয় সাধন করা। দেহের ভারসাম্য রক্ষা করা। দৌঁড়ানো ও লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলি নিয়ন্ত্রণ করা।

জিওপারসেপশান কাকে বলে?

জিওপারসেপশান বলতে উদ্ভিদমূলের ভূমিমুখী চলনকে বুঝায়। এটি একধরনের বক্রচলন। মহাকর্ষীয় বলের দিকে উদ্ভিদের অঙ্গের ভূমিমুখী চলন হলো জিওপারসেপশান বা গ্রাফিট্রপিসম।

উদ্ভিদের সামগ্রিক চলন কি?

উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে একস্থান থেকে অন্যস্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন- ছত্রাক ও উন্নত শ্রেণির উদ্ভিদের যৌন জনন কোষে এবং জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়।

উদ্ভিদে সাইটোকাইনিনের প্রভাব

সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের কোষের বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গের বিকাশ সাধিত হয়, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গ হয়। এছাড়া এটি উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকরণেও ভূমিকা রাখে। এটি অক্সিনের সাথে মিলিত হয়ে কোষে বিভাজনকে উদ্দীপ্ত করে।

স্বাভাবিক সংখ্যা কাকে বলে?

স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে? শূন্য অপেক্ষা বড় যেকোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন- ২, ৩, ৫ ইত্যাদি।  সাধারণভাবে আমরা যেসব সংখ্যা সচরাচর গণনার জন্য ব্যবহার করি, তাদের স্বাভাবিক সংখ্যা বলে। ইতালীয় গণিতবিদ পিয়ানো ১৮৯৯ সালে স্বীকার্যের মাধ্যমে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দিয়েছেন।  স্বাভাবিক সংখ্যার স্বীকার্য স্বাভাবিক সংখ্যার স্বীকার্য হলো – (ক) ১ … Read more