অনিষ্টকারী পোকা দমনে ফেরোমন এর ব্যবহার

ফেরোমন এক ধরনের হরমোন বা পতঙ্গদেহ থেকে নিঃসৃত হয়। অনিষ্টকারী পোকা দমনে এ ফেরোমন ব্যবহার করা হয়। ফেরোমন স্বপ্রজাতির পতঙ্গকে আকৃষ্ট করে। ফাঁদের পাশে বা পানির নিকট ফেরোমন রেখে দিলে এর গন্ধে অনিষ্টকারী পতঙ্গ বা পোকা আকৃষ্ট হয়ে এর নিকট এলে ফাঁদ বা পানিতে পড়ে মারা যায়। এভাবে অনিষ্টকারী পোকা দমনে ফেরোমন ব্যবহার করা হয়। … Read more

প্রতিবর্তী ক্রিয়াকে কেন ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায় না?

যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয়তাকে বোঝায়। যেহেতু প্রতিবর্তী ক্রিয়াকে সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক নয় এবং এই ক্রিয়া অতিদ্রুত সম্পন্ন হয়, তাই প্রতিবর্তী ক্রিয়াকে ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করা যায় না।

হরমোন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?

হরমোন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। কারণ, এসব গ্রন্থি নালিবিহীন, এদের ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। যেমন- পিটুইটারি গ্রন্থি।

থাইমাস কি?

থাইমাস বলতে মূলত হাইমাস গ্রন্থিকে বুঝায়। এটি গ্রীবা অঞ্চলে অবস্থিত এবং এ থেকে থাইমক্সিন হরমোন নিঃসৃত হয়। এই গ্রন্থি জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। আরো পড়ুনঃ পরিপাক কাকে বলে? ফরমালিন কাকে বলে? পুষ্টি কাকে বলে? পরিপাকতন্ত্র কাকে বলে? জাইমোজেন কি? সিলেন্টেরন কাকে বলে? অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?

র‌্যানভিয়ারের পর্ব কি?

নিউরনে মায়োলিন নামক স্তরটি সাধারণত নির্দিষ্ট দূরত্ব পর পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এই আবরণীবিহীন অংশটিই হলো র‌্যানভিয়ারের পর্ব।

অগ্রমস্তিষ্ককে গুরুমস্তিষ্ক বলা হয় কেন?

অগ্র মস্তিষ্ক হলো প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণ ও প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের উচ্চতর অঙ্গ। এটি দেহের প্রত্যেক অঙ্গের মধ্যে কাজের সমন্বয় ঘটায়। তাছাড়া আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাও নিয়ন্ত্রণ করে। তাই এটিকে গুরুমস্কিষ্ক বলা হয়।

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোনো প্রভাব না থাকায় এরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য পালন করতে পারে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। দেহের ভেতরের অঙ্গসমূহ যেমন- হৃৎপিন্ড, অন্ত্র, পাকস্থলি, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ পরিচালনায় আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকায় তা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়।

নিউরন বিভাজিত হয় না কেন?

নিউরন কোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজিদ্রব্য, রাইবোসোম, আন্তঃপ্লাজমীয় নালিকা থাকলেও এতে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। তাই নিউরন বিভাজিত হয় না।