দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন?

 সাধারণত দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়। কারণ, দুর্বল এসিড প্রোটন দান করার পর যে ক্ষারকের সৃষ্টি হয়, তার প্রোটন গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। হাইড্রাসিডগুলোর মধ্যে HF সবচেয়ে দুর্বল এসিড। এটি পানিকে H+ দান করার পর F– আয়ন গঠন করে। এটি HF এর অনুবন্ধী ক্ষারক এবং এটি তীব্র ক্ষারক।  HF + H2O ↔ H3O++F–

মাইটোসিস কাকে বলে?

মাইটোসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে।

ছানি পড়া রোগের প্রধান কারণ কি?

আমাদের দেশে অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে ছানি পড়া। কোনো কারণে চোখে লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে আমরা ছানি পড়া বলি। বিভিন্ন কারণে চোখে ছানি পড়ে। তবে ছানি পড়ার প্রধান কারণ হচ্ছে বার্ধক্য। এ ছাড়া চোখে যেকোনো আঘাত পেলে, বহুমূত্র রোগ হলে, জন্মগত কোনো কারণে, চোখের ভেতরে কোনো অসুখ হলে ও চক্ষু রোগ হলে, রেডিয়েশনের কারণে … Read more

অন্ধত্ব কী?

যেকোনো কারণে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে প্রথমে রোগী ঝাপসা দেখে এবং পরে কোনো এক সময়ে একেবারেই দেখতে পায় না, এ অবস্থাকে অন্ধত্ব বলে।

HIV পজিটিভ কি?

HIV হচ্ছে এক ধরণের রেট্রো (ratro)  ভাইরাস যা নির্দিষ্ট কয়েকটি উপায়ে মানবদেহে প্রবেশ করে থাকে। মানুষের শরীরে এই HIV ভাইরাসের উপস্থিতিকেই বলে HIV পজিটিভ বলে।

মানব জীবনে কুরআনের গুরুত্ব

মানবজীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনার ক্ষেত্রে আল-কুরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আল-কুরআন আমাদের আল্লাহ তায়ালার পরিচয় দান করে। এর মাধ্যমে আমরা আল্লাহর আদেশ-নিষেধ সম্পর্কে জানতে পারি। কোন কাজে আল্লাহ খুশি হন আর কোন কাজে অসন্তুষ্ট হন তাও আমরা এর মাধ্যমে জানতে পারি। ফলে আমরা সঠিক পথে জীবন পরিচালনা করতে পারি। এ কারণে মানুষের জীবনে আল-কুরআনের গুরুত্ব অপরিসীম।

কদরের রাতের ইবাদত উত্তম কেন?

কদরের রাত রমজান মাসের ২০ তারিখের পর যেকোনো বেজোড় রাত। এই রাত সম্পর্কে কুরআনে বলা হয়েছে ‘কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম’। এই রাতে ইবাদত করলে হাজার রাতের ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। তাই কদরের রাতের ইবাদত উত্তম।