কেলাসিত বুদ্ধি কাকে বলে?

ক্যাটেলের কেলাসিত বুদ্ধি জন্মগতও নয়, আবার অর্জিতও নয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ব্যক্তির আচরণের মধ্যে যেভাবে প্রতিফলিত হয়, তাই হলো কেলাসিত বুদ্ধি। এই বুদ্ধিকে বিভিন্ন মানসিক কাজের মধ্যে পর্যবেক্ষণ করা যায়। এই বুদ্ধি কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় স্থির থাকে না। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন হয়।

তরল বুদ্ধি কাকে বলে?

ক্যাটেলের তরল বুদ্ধি হলো ব্যক্তির সহজাত যা কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্যক্তির মানসিক বিকাশে সহায়তা করে। এই বুদ্ধি বাইরে থেকে প্রত্যক্ষ করা যায় না।

যৌজ্যতা ইলেকট্রন

কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রনসমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়।যেমনঃ পটাশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 1টি ও 6টি করে ইলেকট্রন বিদ্যমান। সুতরাং K এর যোজ্যতা ইলেকট্রন 1টি এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। নিচের তালিকায় কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস হতে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা দেখানো হলোঃ … Read more

ধাতব বন্ধন (Metallic Bonds)

একটি ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। কিন্তু দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলে। ধাতব বন্ধন কীভাবে তৈরি হয়? প্রত্যেক ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ … Read more

সান্দ্রতা কাকে বলে? সান্দ্রতার একক | সান্দ্রতার প্রয়োজনীয়তা উল্লেখ কর।

সান্দ্রতা কাকে বলে? তরল পদার্থের অভ্যন্তরীণ ঘর্ষণের ফলে প্রবাহে বাধা দেবার প্রবণতাকে সান্দ্রতা বলা হয়।যে ধর্মের জন্য প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে, তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা বলে। বিভিন্ন প্রবাহীর সান্দ্রতা বিভিন্ন হয়।তরলের যে ধর্মের জন্য এর ভিতরের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাধা পায় তাকে সান্দ্রতা (Viscosity) বলে। যেমনঃ মধুর সান্দ্রতা পানি … Read more

কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে কি বোঝায়?

ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে বোঝায়, ভূপৃষ্ঠ হতে বস্তুটিকে এর অভিকর্ষের বিরুদ্ধে বলপ্রয়োগ করে উক্ত উচ্চতায় তুলতে 1176 J পরিমান কাজ করতে হয়েছে এবং উক্ত কাজ এখন এরমধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত রয়েছে। ফলে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে মাটিতে নেমে আসা পর্যন্ত এটি 1176 J পরিমাণ কাজ করতে পারবে … Read more

যান্ত্রিক শক্তি কাকে বলে?

কোন বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।যান্ত্রিক শক্তি হলো সেই শক্তি, যা কোনো বস্তু তার স্থির অবস্থান বা গতিশীল অবস্থার জন্য লাভ করে। কাজেই, যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ ক. বিভব শক্তি এবংখ. গতিশক্তি ক. বিভব শক্তিঃ স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে … Read more