আরওয়া নামের অর্থ কি? ইংরেজি বানান | আরবি বানান | আরওয়া নামের মেয়েরা কেমন হয়? আরওয়া দিয়ে ২০টি নাম

আরওয়া নামের অর্থ কি? আরওয়া নামের অর্থ হলো = চঞ্চল, সুন্দর, লালিত্যযুক্ত। আরওয়া নামের এক মহিলা নবীর এক চাচাতো বোন ছিলেন। আরওয়া নামের ইংরেজি বানান  আরওয়া নামের ইংরেজি বানান হল “Arwa”। এই বানানটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও, “Arwaa” নামেও আরওয়া নাম লেখা হয়। আরওয়া নামের আরবি বানান আরওয়া নামের আরবি বানান হল “أَرْوَى” (আরওয়া)। … Read more

অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? অভ্যন্তরীণ শক্তি কি?

কোনো বস্তুতে সঞ্চিত মোট শক্তিকে বলা হয় ঐ বস্তুর অভ্যন্তরীণ শক্তি।কোনো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। অভ্যন্তরীণ শক্তি বলতে কোন বস্তুর কণিকাসমূহের (অণু, পরমাণু) স্পন্দন গতি, আবর্তন গতি, রৈখিক গতি এবং এদের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন প্রকার বলের দরুণ উদ্ভূত সৃষ্ট মোট যে শক্তি বস্তুর মধ্যে … Read more

ল্যাবরেটরি ব্যবহার বিধি : পোষাক, নিরাপদ গ্যাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস

আমরা জানবো – ১. পোশাক ল্যাবরেটরিতে কখনোই ঢিলেঢালা জামাকাপড় ব্যবহার করা উচিত নয়। ল্যাবরেটরিতে প্রবেশের আগে ছাত্রছাত্রীদের সাদা অ্যাপ্রন (Apron) পরতে হবে। রাসায়নিক দ্রব্য দ্বারা যাতে জামা কাপড় নষ্ট না হয় সেজন্য অ্যাপ্রন পরা জরুরি। এছাড়াও অ্যাপ্রন পরিধানে ল্যাবরেটরিতে কাজ করার জন্য শিক্ষার্থীরা মানসিক প্রস্তুতি লাভ করে। ছাত্রীরা প্রয়োজনে চুল বেঁধে মাথায় স্কার্ফ পরতে পারে। … Read more

প্লাজমা মেমব্রেনের কাজ কি?

প্লাজমা মেমব্রেন এর কাজ নিম্নরূপ – ১) কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে। ২) কোষ এর অভ্যন্তরীণ সকল বস্তুকে ঘিরে রাখে। ৩) বাইরের প্রতিকুল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। ৪) কোষের বাইরে এবং ভিতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ৫) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।

উদ্দীপক কাকে বলে? What is Stimulus?

যা দেহে উদ্দীপনা ঘটাতে সমর্থ তাকেই উদ্দীপক বলে। উদ্দীপক সংবেদনের মূল কারণ। বহির্জগতের কোন বস্তু উদ্দীপক হতে পারে বা দেহের অভ্যন্তরস্থ কোন পরিবর্তনও উদ্দীপকের কাজ করতে পারে। বহির্জগতের কোন বস্তু ইন্দ্রিয়ের ওপর ক্রিয়া করে ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে এবং সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে বাহিত হলে সংবেদন সৃষ্ট হয়। যেমন – বায়ু তরঙ্গ কর্ণকে উদ্দীপিত … Read more

সংবেদন কাকে বলে?

সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ। বইরের জগতের কোন উদ্দীপনার সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংস্পর্শ ঘটে এবং ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রাপ্ত উদ্দীপিত হয় এবং সেই উদ্দীপনা ঐ স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে পৌঁছায় তখন ঐ উদ্দীপক সম্বন্ধে যে প্রাথমিক চেতনা বা বোধের সঞ্চার হয় তাকেই সংবেদন বলে। মনোবিদ সালি সংবেদনের সংজ্ঞা দিতে দিয়ে বলেছেন … Read more