জ্যোর্তিবিজ্ঞান | HSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নোট
জ্যোতির্বিজ্ঞান নোট

জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?

যে শাস্ত্র আকাশ ও মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নীহারিকা ইত্যাদি বিষয়ে তথ্যাদির বিবরণসহ আলোচনা ও অনুসন্ধান করে তাকে জ্যোতির্বিজ্ঞান বলে।

সৃষ্টিতত্ত্ব বা কসমোলজি কি?

মহাবিশ্বের প্রকৃতি, উৎস ও বিবর্তন নিয়ে যে পর্যালোচনা তাকে বলা হয় সৃষ্টিতত্ত্ব।

সৌরজগৎ কি?

সূর্য ও এর গ্রহ ও উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু, গ্যাস, ধূলিকণা ইত্যাদি নিয়ে সৌর জগৎ গঠিত।

নক্ষত্র কি?

যে সকল নভোমণ্ডলীয় পদার্থের সূযের ন্যায় নিজস্ব আলো আছে এবং তা আলো দেয় তাকে বলা হয় নক্ষত্র।

গ্যালাক্সি কাকে বলে?

অনেকগুলো নক্ষত্রের সমাবেশকে বলা হয় গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম আকাশগঙ্গা (Milkyway) বা আমাদের ছায়াপথ। এই গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা প্রায় 1011

রেডিও গ্যালাক্সি কাকে বলে?

যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তাড়িত চৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালাক্সি বলা হয়।

কোয়াসার কাকে বলে?

কোয়াসার হলো আধানাক্ষত্রিক রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের ন্যায় এবং এরা ক্ষমতাশালী বেতার তরঙ্গ নিঃসরণ করে। এ পর্যন্ত প্রায় 150 টি কোয়াসার শনাক্ত করা গেছে।

সুপারনোভা কাকে বলে?

যে সকল নক্ষত্রের ভর 1.5 থেকে 3 সৌরভরের মধ্যে তারা সংকোচনের সময় এমন একটি ধাপে পৌঁছায় যে, এটি এর বহিঃস্থ আস্তরণ ছুড়ে দিয়ে অত্যন্ত উজ্জ্বল হয়ে যায়। এদেরকে বলা হয় সুপারনোভা।

নিউট্রন নক্ষত্র বা পালসার কাকে বলে?

কোনো নক্ষত্র যখন সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়, তখন এর কোর বা মূলবস্তুর চাপ এত বেশি হয় যে, প্রোটন ও ইলেকট্রন একত্রিত হয়ে নিউট্রন গঠন করে। তাই একে নিউট্রন নক্ষত্র বলা হয়। নিউট্রন নক্ষত্রের সাথে জড়িত থাকে অতি উচ্চ চৌম্বক ক্ষেত্র। এটি তাই নির্দিষ্ট সময় অন্তর রেডিওপালস বা বেতার স্পন্দন নির্গমন করে, তাই একে পালসার বলা হয়।

কৃষ্ণবিবর বা কৃষ্ণগহ্বর কাকে বলে?

একটি তারকায় যদি যথেষ্ট ভর ও ঘনত্ব থাকে তাহলে তার মহাকর্ষীয় ক্ষেত্র এত শক্তিশালী হবে যে, আলো সেখান থেকে নির্গত হতে পারবে না। সেই তারকার পৃষ্ঠ হতে নির্গত আলো বেশি দূর যাওয়ার আগেই তারকাটির মহাকর্ষীয় আকর্ষণ তাকে পেছনে টেনে নিয়ে আসবে। ঐ সব তারকা থেকে আলো আসতে পারে না বলে আমরা এদের দেখতে পাই না। তবে এদের মহাকর্ষ আকর্ষণ আমাদের বোধগম্য হবে, এই সমস্ত বস্তুপিণ্ডকে কৃষ্ণবিবর বা কৃষ্ণগহ্বর বলে।

ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু কাকে বলে?

গ্যালারিতে বিপুল পরিমাণ ভর রয়েছে যা মহাকর্ষ বল সরবরাহ করে কিন্তু কোনো তাড়িতচৌম্বক বিকিরণ নিঃসরণ না করায় তা দৃশ্যমান হয় না, এদেরকেই অদৃশ্য ভর বা ডার্ক ম্যাটার বলে। ধারণা করা হয় গ্যালাক্সিতে অদৃশ্য ভরের পরিমাণ দৃশ্যমান ভরের প্রায় দশগুণ।

ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তি কাকে বলে?

মহাবিশ্বে মকাকর্ষের বিপরীতে একটি বল ক্রিয়াশীল রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন যা মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে। একে অদৃশ্য শক্তি বা ডার্ক এনার্জি বলা হয়।

রেডিও টেলিস্কোপ কাকে বলে?

যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তু হতে নির্গত তাড়িত চৌম্বক তরঙ্গ বা রেডিও তরঙ্গ উদঘাটন ও পরিমাপ করে এসব বস্তু সম্পর্কে অনুসন্ধান চালানো হয় তাকে রেডিও টেলিস্কোপ বলে।


পদার্থবিজ্ঞান ২য় পত্র


অধ্যায় - ১ : তাপগতিবিদ্যা

অধ্যায় - ৭ : ভৌত আলোক বিজ্ঞান

No Comment
Add Comment
comment url