খনিজ সম্পদ : জীবাশ্ম | SSC রসায়ন Notes

রসায়ন
অধ্যায় - ১১ : খনিজ সম্পদ : জীবাশ্ম


জীবাশ্ম জ্বালানি

মৃত উদ্ভিদ ও প্রাণী ২০০ মিলিয়ন বা তার চেয়ে বেশি বছর মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা, প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলে পরিণত হয় বলে এগুলোকে জীবাশ্ম জ্বালানী বলে।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার

জীবাশ্ম জ্বালানি-

  • বিদ্যুৎ উৎপাদনে
  • রাসায়নিক সার হিসেবে
  • পেট্রোকেমিক্যাল শিল্পে এবং
  • জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

জীবাশ্ম জ্বালানির প্রকারভেদ

জীবাশ্ম জ্বালানিগুলো প্রধানত তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলোঃ কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস।

জীবাশ্ম জ্বালানি তৈরির প্রক্রিয়া

প্রাগৈতিহাসিক কালে উদ্ভিদ ও জলাভূমির প্রাণী প্রাকৃতিক বিপর্যয়ে কাঁদামাটির নিচে চাপা পড়ে। কাঁদামাটির স্তর মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের বায়ুর উপস্থিতিজনিত ক্ষয় রোধ করে। ভূ-প্রকৃতি ও  জলভূমির পরিবর্তনে উদ্ভিদ ও প্রাণীদেহ জলাভূমি ও বালুস্তরের নিচে ছিদ্রবিহীন শিলাখণ্ডের দুটি স্তরের মাঝে আটকা পড়ে। উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।

ভূ-গর্ভে জীবাশ্ম জ্বালানি

প্রাকৃতিক কয়লা গঠন

ভূতাত্বিক কারণে কোনো কোনো সময় ঘন বন মাটির নিচে চাপা পড়ে। আবার সমুদ্র উপকূলের বন বা প্রাণী বন্যা বা অন্য কোনো কারণে পানির নিচে তলিয়ে যায়। এর পর এগুলোর উপর মাটি জমা হতে থাকে এবং ধীরে ধীরে মাটিগুলো মৃতগাছপালঅকে চাপা দিতে থাকে। একসময় এগুলো কাঁদামাটি এবং মাটিস্থ এসিডের কারণে বায়োঅণু ও অক্সিডেশন প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে পড়ে। ফলে উদ্ভিদদেহ মাটির নিচে উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে কয়লায় রূপান্তরিত হয়।

প্রাকৃতিকভাবে তেল গঠন

ভূতাত্ত্বিক কারণে কোনো কোনো সময় ঘন বন মাটির নিচে চাপা পড়ে। আবার সমুদ্র উপকূলের বন বা প্রাণী বন্যা বা অন্য কোনো কারণে পানির নিচে তলিয়ে যায়। এর পর এগুলোর উপর মাটি জমা হতে থাকে এবং ধীরে ধীরে মাটিগুলো মৃতগাছপালাকে চাপা দিতে থাকে। সময়ের পরিবর্তনে যতই মাটির গভীরে যেতে থাকে ততই তাপমাত্রা বাড়তে থাকে। একসময় এগুলো কাঁদামাটি এবং মাটিস্থ এসিডের কারণে বায়োঅণু ও অক্সিডেশন প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে পড়ে। ফলে জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্ত্বা মাটির নিচে উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে তেল বা পেট্রোলিয়ামে পরিণত হয়।

প্রাকৃতিকভাবে প্রাকৃতিক গ্যাস গঠন 

ভূতাত্ত্বি কারণে কোনো কোনো সময় ঘন বন মাটির নিচে চাপা পড়ে। আবার সমুদ্র উপকূলের বন বা প্রাণী বন্যা বা অন্য কোনো কারণে পানির নিচে তলিয়ে যায়। এর পর এগুলোর উপর মাটি জমা হতে থাকে এবং ধীরে ধীরে মাটিগুলো মৃতগাছপালাকে চাপা দিতে থাকে। সময়ের পরিবর্তনে যতই মাটির গভীরে যেতে থাকে ততই তাপমাত্রা বাড়তে থাকে। একসময় এগুলো কাঁদামাটি এবং মাটিস্থ এসিডের কারণে বায়োঅণু ও অক্সিডেশন প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে পড়ে। ফলে উদ্ভিদদেহ মাটির নিচে উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে কয়লায় রূপান্তরিত হয়। অপরদিকে জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্ত্বা একই প্রক্রিয়ায় তেল বা পেট্রোলিয়ামে পরিণত হয়। পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকলে তেল বা পেট্রোলিয়ামের উপরে গ্যাসীয় উপাদান জমা হয় যা প্রাকৃতিক গ্যাস নামে পরিচিত।

*


প্রশ্ন ব্যাংক


11.1  জীবাশ্ম জ্বালানি

  • জীবাশ্ম কি?
  • জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
  • জীবাম্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়?
  • সকল জীবাশ্ম জ্বালানির মূল উপাদান কি?
  • প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানগুলোর শতকরা পরিমাণ লিখ।
  • বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেন কত ভাগ থাকে?
  • কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের বর্ণ, ভৌত অবস্থা ও প্রধান উপাদান লিখ।
  • অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বা Crude Oil কি?
  • আংশিক পাতন বলতে কি বুঝ?
  • LPG এর পূর্ণরূপ লিখ।
  • গ্যাসোলিন কি?
  • ন্যাপথা কি?
  • কেরোসিন কি?
  • ডিজেল কি?
  • প্যারাফিন কি?
  • পিচ কি?
  • পেট্রোলিয়ামের আংশিক পাতনের চিত্র অঙ্কন কর এবং বিভিন্ন অংশ চিহ্নিত কর।
  • পেট্রোলিয়ামের আংশিক পাতনের বিভিন্ন অংশের নাম, তাপমাত্রা, কার্বন সংখ্যা ও ব্যবহার লিখ।
  • বিটুমিন কি?
  • পরিশোধন কি?
  • পেট্রোলিয়ামকে পৃথকীকরণ করলে কি কি উপাদান পাওয়া যায়?
  • জ্বালানিকে দহন করা হয় কেন?

11.2  হাইড্রোকার্বন

  • হাইড্রোকার্বন কাকে বলে?
  • হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি?
  • হাইড্রোকার্বন এর শ্রেণিবিভাগ ছকের মাধ্যমে দেখাও।
  • মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে?
  • সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে?
  • অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে?
  • বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে?
  • অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে?
  • বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বুঝিয়ে লিখ।
  • সমগোত্রীয় শ্রেণি বলতে কি বুঝ?
  • অ্যালকেন কাকে বলে?
  • প্যারাফিন কি? 
  • কাদেরকে প্যারাফিন বলা হয়?
  • ৫টি অ্যালকেনের নাম লিখ।
  • অ্যালকাইল মূলক কাকে বলে?
  • শিল্পক্ষেত্রে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয় সমীকরণসহ লিখ।
  • প্যারাফিন প্রস্তুতির দুটি বিক্রিয়া লিখ।
  • ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতে কি বুঝ?
  • অ্যালকেনের ভৌত ধর্ম লিখ।
  • অ্যালকেনের রাসায়নিক ধর্ম সমীকরণসহ ব্যাখ্যা কর।

11.4  অসম্পৃক্ত হাইড্রোকার্বন : অ্যালকিন ও অ্যালকাইন

  • অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝ?
  • অ্যালকিন কাকে বলে? উদাহরণসহ লিখ।
  • অ্যালকিনের প্রস্তুতি লিখ।
  • অ্যালকিনের ভৌত ধর্ম লিখ।
  • অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো লিখ।
  • অ্যালকিন কি কি ধরনের সংযোজন বিক্রিয়া দেয়?
  • অ্যালকিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া লিখ।
  • অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া লিখ।
  • অ্যালকিনের ব্রোমিন সংযোজন বিক্রিয়া লিখ।
  • ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটি বুঝিয়ে লিখ।
  • অ্যালকাইন কাকে বলে? উদাহরণ দাও।
  • অ্যালকাইন এর প্রস্তুতি লিখ।
  • অ্যালকাইনের প্রস্তুতি লিখ।

11.5  অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি এসিড

  • অ্যালকোহল বলতে কি বুঝ?
  • অ্যালকোহলের প্রস্তুতি লিখ।
  • কিভাবে ইথাইল বোমাইড থেকে ইথানল প্রস্তুত করবে?
  • অ্যালডিহাইড কাকে বলে?
  • অ্যালডিহাইডের প্রস্তুতি লিখ।
  • ফরম্যালিন কাকে বলে?
  • জৈব এসিড বা ফ্যাটি এসিড কাকে বলে?
  • ফ্যাটি এসিডের প্রস্তুতি লিখ।
  • ফ্যাটি এসিডের রাসায়নিক ধর্ম লিখ।
  • ভিনেগার কাকে বলে?
  • K2Cr2O7 ও H2SO4 এর মধ্যে সংঘটিত বিক্রিয়া লিখ।
  • অ্যালকোহল হতে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করবে?
  • অ্যালডিহাইড হতে কিভাবে জৈব এসিড প্রস্তুত করবে?
  • অ্যালকেন হতে কিভাবে জৈব এসিড প্রস্তুত করবে?
  • অ্যালকিন হতে কিভাবে জৈব এসিড প্রস্তুত করবে?
  • অ্যালকোহল হতে কিভাবে জৈব এসিড প্রস্তুত করবে?
  • দুই পদ্ধতিতে অ্যালকিন হতে অ্যালকোহল প্রস্তুত করবে?
  • অ্যালকাইন হতে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করবে?
  • অ্যালকেন এর সাথে হ্যালোজেন এর বিক্রিয়া লিখ।
  • অ্যালকিন এর সাথে হাইড্রোজেন হ্যালাইড এর বিক্রিয়া লিখ।
  • অ্যালকাইল হ্যালাইড এর সাথে NaOH ও KOH এর ব্যবহার লিখ।

11.6  অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিডের ব্যবহার

  • অ্যালকোহলের ব্যবহার লিখ।
  • রেকটিফাইট স্পিরিট কি?
  • মেথিলেটেড স্পিরিট কি?
  • গাঁজন বা ফার্মেন্টেশন বলতে কি বুঝ?
  • অ্যালডিহাইডের ব্যবহার লিখ।
  • জৈব এসিডের ব্যবহার লিখ।

11.7  পলিমার

  • পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?
  • মনোমার কাকে বলে?
  • পলিমার অণু কাকে বলে?
  • ডাইমার কি?
  • ট্রাইমার কি?
  • প্রোটিনের মনোমার কি?
  • পলিমার কত প্রকার ও কি কি?
  • সংযোজন পলিমার কি?
  • সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বুঝিয়ে লিখ।
  • পলিপ্রোপিন এর প্রস্তুতি লিখ।
  • পিভিসি এর প্রস্তুতি লিখ।
  • ঘনীভবন পলিমার বলতে কি বুঝ?
  • নাইলন 6 : 6 এর সংকেত লিখ।
  • নাইলন 6 : 6 এর প্রস্তুতি লিখ।
  • উৎসের উপর ভিত্তি করে পলিমার কত প্রকার ও কি কি?
  • প্রাকৃতিক পলিমার বলতে কি বুঝ?
  • কৃত্রিম পলিমার বলতে কি বুঝ?
  • প্লাস্টিক ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখ।
  • জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখ।


এসএসসি || রসায়ন || SSC || Chemistry

অধ্যায় - ০২ : পদার্থের অবস্থা
অধ্যায় - ০৩ : পদার্থের গঠন
অধ্যায় - ০৪ : পর্যায় সারণি
অধ্যায় - ০৫ : রসায়নিক বন্ধন
অধ্যায় - ০৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
অধ্যায় - ০৭ : রাসায়নিক বিক্রিয়া
অধ্যায় - ০৮ : রসায়ন ও শক্তি
অধ্যায় - ০৯ : এসিড-ক্ষারক সমতা
অধ্যায় - ১০ : খনিজ সম্পদ ধাতু-অধাতু
অধ্যায় - ১১ : খনিজ সম্পদ- জীবাশ্ম
অধ্যায় - ১২ : আমাদের জীবনে রসায়ন
No Comment
Add Comment
comment url