তড়িৎ রসায়ন | HSC রসায়ন দ্বিতীয় পত্র Notes

রসায়ন দ্বিতীয় পত্র নোট
তড়িৎ রসায়ন নোট

তড়িৎদ্বার কী?

তড়িৎদ্বার হলো ধাতব পরিবাহী যাদের বিগলিত তড়িৎবিশ্লেষ্যের মধ্যে প্রবেশ করিয়ে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটানো হয় যেখানে একটি দিয়ে বিদ্যুৎ কোষে প্রবেশ করে এবং অপরটি দিয়ে বের হয়ে যায়।

লবণ সেতু কী?

যে ব্যবস্থায় দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগের জন্য একটি বিশেষ লবণ যেমন- KCl বা KNO3 এর সম্পৃক্ত দ্রবণ ভর্তি U-আকৃতির কাচনলের উভয় মুখকে তুলা দ্বারা বন্ধ করে অর্ধকোষদ্বয়ের উভয় তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাই লবণ সেতু।

তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন?

তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বারে জারণ-বিজারণ বিক্রিয়ার সময় লবণ সেতুর অনুপস্থিতিতে জারণ অর্ধকোষে ক্যাটায়ন ও বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে। ফলে তড়িৎপ্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে পেতে এক সময় তা বন্ধ হয়ে যায়। তাই পূর্ণ তড়িৎ রাসায়নিক কোষ উপস্থাপনের ক্ষেত্রে জারণ তড়িৎদ্বার ও বিজারণ তড়িৎদ্বারের সাথে লবণ সেতুকে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে লবণ সেতু গুরুত্ব বহন করে।

কোষে লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা কর।

কোষে লবণ সেতুর ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলোঃ

১) লবণ সেতু অর্ধকোষদ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ কর।

২) লবণ সেতুর মধ্যস্থ তড়িৎবিশ্লেষ্য KNO3 উভয় অর্ধকোষের দ্রবণের সাথে কোন রাসায়নিক বিক্রিয়া করে না; বরং উভয় তরলের মধ্যে প্রয়োজনমত ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিনিময়ের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমরূপে কাজ করে।

৩) লবণ সেতু উভয় অর্ধকোষের দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখতে কাজ করে।

৪) লবণ সেতুর অভাবে উভয় অর্ধকোষে জারণ-বিজারণ ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়ে অল্প সময়ের মধ্যে কোষ বিক্রিয়া তথা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়।

নির্দেশক কাকে বলে?

যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে।

প্রমাণ তড়িৎদ্বার বিভব কী?

25°C তাপমাত্রায় 1 atm চাপে 1.0 M ঘনমাত্রার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কোনো তড়িৎদ্বারকে ডুবালে ঐ তড়িৎদ্বারে যে বিভব বৈষম্যের সৃষ্টি হয় তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে।

কার্বলিক এসিডের সংকেতটি লিখ।

কার্বলিক এসিডের সংকেত হলো C6H5-OH.

তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কী?

এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এক সেকেন্ড চালনা করে অর্থাৎ এক কুলম্ব তড়িৎ প্রবাহ চালনা করে যে পরিমাণ (গ্রামে প্রকাশিত) পদার্থ তড়িৎদ্বারে সঞ্চিত অথবা তড়িৎদ্বার হতে দ্রবণ দ্রবীভূত হয়, তাকে ঐ পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়।

ফ্যারাডের তড়িৎ সংশ্লেষণের প্রথম সূত্রটি বিবৃত কর।

ফ্যারাডের তড়িৎ সংশ্লেষণের প্রথম সূত্রটি হলো- তড়িৎ বিশ্লেষণের সময় যেকোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক।

Absorbance কী?

কোনো দ্রবণে আগমনকারী রেডিয়েশনের তীব্রতা এবং দ্রবণের মধ্য দিয়ে অতিক্রমকারী রেডিয়েশনের তীব্রতার অনুপাতের লগারিদমকে ঐ দ্রবণের Absorbance বলে।

রাসায়নিক তুল্যাঙ্ক কী?

তড়িৎ বিশ্লেষণের সময় এক ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কোনো বস্তুর যে পরিমাণ অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে সেই বস্তুর রাসায়নিক তুল্যাঙ্ক বলে।

PEM ফুয়েল সেল কী?

PEM-এর পূর্ণরূপ হলো Proton Exchange Membrane. প্রোটনকে মেমব্রেনের মধ্য দিয়ে অতিক্রম করার মাধ্যমে, অর্থাৎ প্রোটন এক্সচেঞ্জ জ্বালানি কোষ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যান্ত্রিক বিন্যাসকে PEM ফুয়েল সেল বলে।

সুপরিবাহী কাকে বলে?

যেসব পদার্থের ভেতর দিয়ে সহজেই তড়িৎ পরিবহন করে তাদের সুপরিবাহী বা সুপরিবাহী পদার্থ বলে।

অপরিবাহী পদার্থ কাকে বলে?

যেসব পদার্থের ভেতর দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না তাদের অপরিবাহী পদার্থ বলে।

ধাতব পরিবাহী কী?

ধাতব পরিবাহী হলো ঐ সকল পরিবাহী যারা ইলেকট্রনের চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে।

এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন?

যেসব পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ পরিবাহীর আয়ন দ্বারা সাধিত হয়, সেসব পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তড়িৎ বিশ্লেষণে এসিড মিশ্রিত পানিতে এসিডের কোনো পরিবর্তন বা ব্যয় হয় না। এটি শুধু দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহীতার কাজ করে। কিন্তু পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ এসিড মিশ্রিত পানি থেকে অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন আয়ন দ্রবণের মধ্য দিয়ে ও ইলেকট্রন তারের মাধ্যমে ক্যাথোডে পৌঁছায়। অর্থাৎ পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ পরিবাহীর আয়ন দ্বারা সাধিত হয়। তাই এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়।

অ্যানোড কাকে বলে?

যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক (+ve) প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যার মাধ্যমে ইলেকট্রন ব্যাটারী থেকে দ্রবণে প্রবেশ করে।

ক্যাথোড কী?

ক্যাথোড হলো ঐ তড়িৎদ্বার যা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যার মাধ্যমে ইলেকট্রন ব্যাটারী থেকে দ্রবণে প্রবেশ করে।

লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহারের সুবিধাগুলো কী কী?

লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের সুবিধা-

১) এটি উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন বিভব সৃষ্টি করে।

২) প্রাথমিক অবস্থায় দীর্ঘ সময় কোনো চার্জের প্রয়োজন পড়ে না। নিয়মিত চার্জ দিলেই চলে।

৩) অব্যবহৃত অবস্থায় খুবই ধীর গতিতে চার্জ হারায়।

৪) এর সাহায্যে উচ্চ শক্তির বিদ্যুৎ সহজে উৎপাদন করা যায়।

৫) রক্ষণাবেক্ষণ খরচ কম।


  • তড়িৎপরিবাহী ও এর প্রকারভেদ
    • তড়িৎবিশ্লেষ্য পদার্থের পরিবাহীতা
    • তড়িৎবিশ্লেষণ
    • তড়িৎ পরিবাহিতার সংশ্লিষ্ট বিষয়াদি
  • ফ্যারাডের প্রথম সূত্র : তড়িৎবিশ্লেষ্য
    • ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা
    • তড়িৎদক্ষতা / তড়িৎ সামর্থ
    • ফ্যারাডের সূত্রের প্রয়োগ
    • তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ
  • ধাতুর সক্রিয়তা সিরিজ
  • জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া
  • তড়িৎদ্বার বিভব
  • তড়িৎদ্বার বিভব ও ধাতুর সক্রিয়তা সিরিজ
  • তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ায় বিভিন্ন নিয়ামকের প্রভাব
  • জারণ-বিজারণ বিক্রিয়া ও কোষ বিভব এবং প্রমাণ কোষ বিভব
  • তড়িৎকোষে জারণ-বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা : তড়িৎ কোষ এর কার্যকারিতা
  • বিক্রিয়ার সম্ভাব্যতা সম্পর্কিত গণনা
  • তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ
  • তড়িৎদ্বার বিভবের প্রয়োগ
  • অর্ধকোষ এবং এর প্রকারভেদ
  • তড়িৎকোষ উপস্থাপনে সাংকেতিক চিহ্ন ও নিয়মাবলি
  • নির্দেশক তড়িৎদ্বার
  • লবণ সেতু
  • এক ও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ-রাসায়নিক কোষ : তড়িৎ বিশ্লেষণ কোষ ও গ্যালভানিক কোষ
  • তড়িৎ-রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোড
  • তড়িৎবিশ্লেষণ কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য
  • রিচার্জেবল ব্যাটারির গঠন, কার্যপ্রণালি ও রিচার্জ প্রক্রিয়া
  • লেড স্টোরেজ সেল এবং লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনা
  • ফুয়েল সেল ও এর প্রকারভেদ
  • ফুয়েল সেল ও এর অ্যানোড, ক্যাথোড ও ফুয়েল
  • হাইড্রোজেন ফুয়েল সেল
  • হাইড্রোজেন ফুয়েল সেল এর সুবিধা
  • pH মিটারের সাহায্যে কোনো দ্রবণের pH নির্ণয়ের কৌশল
No Comment
Add Comment
comment url