পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান | HSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নোট
পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নোট

থমসন পরমাণু মডেল কি?

এ মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রনগুলো নিরবচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আধানে ছড়িয়ে আছে।

রাদারফোর্ডের পরমাণু মডেল কি?

পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সবটুকু ভর পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস নামক ক্ষুদ্র জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে। পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে আবর্তনরত ইলেকট্রন।

বোরের পরমাণু মডেল কি?

নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরে। এ অনুমোদিত কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করে না।

তেজস্ক্রিয়া কি?

নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় কণার নির্গমন প্রক্রিয়াকে তেজস্ক্রিয়া বলে।

ক্ষয় ধ্রুবক কি?

কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ঐ পদার্থের ক্ষয় ধ্রুবক বলে।

অর্ধ জীবন কাকে বলে?

যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যায় তাকে ঐ পদার্থে অর্ধ জীবন বলে।

গড় জীবন কাকে বলে?

কোনো তেজস্ক্রিয় বস্তুখণ্ডের সকল পরমাণুর জীবনকালের যোগফলকে এর প্রারম্ভিক পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করলে যে জীবনকাল পাওয়া যায় তাকে গড় জীবন বলে।

ভর ত্রুটি কাকে বলে?

কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্তাবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যকে ভরত্রুটি বলে।

বন্ধনশক্তি কাকে বলে?

কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় যা কোনো নিউক্লিয়াসকে ভেঙ্গে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে।

নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে?

যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। 

নিউক্লিয়ার ফিশান কাকে বলে?

যে বিশেষ ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভর সংখ্যাবিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত বা বিভাজিত হয় তাকে বলা হয় নিউক্লিয়ার ফিশান।

শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে?

যে সকল বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালিয়ে রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না তাকে শৃঙ্খল বিক্রিয়া বলে।

নিউক্লিয়ার ফিউশন কাকে বলে?

যে বিক্রিয়ায় দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী একটি নিউক্লিয়াস গঠন করে এবং অত্যধিক শক্তি বের হয় সে বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন।


পদার্থবিজ্ঞান ২য় পত্র


অধ্যায় - ১ : তাপগতিবিদ্যা

অধ্যায় - ৭ : ভৌত আলোক বিজ্ঞান

No Comment
Add Comment
comment url