পর্যায় সারণি | SSC রসায়ন Notes

রসায়ন
অধ্যায় - ৪ : পর্যায় সারণি



প্রশ্নব্যাংক


4.1  পর্যায় সারণির পটভূমি

  • পর্যায় সারণি কি?
  • ল্যাভয়সিয়ে ১৭৮৯ সালে মৌলসমূহকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেন?
  • 'ডোবেরাইনার ত্রয়ী' সূত্রটি লিখ।
  • জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটি লিখ।
  • মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখ।
  • মেন্ডেলিফের পর্যায় সারণির পরিলক্ষিত ত্রুটি গুলো লিখ।
  • পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণিতে সাজানোর প্রস্তাব দেন কেন?
  • মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রটি লিখ।
  • IUPAC এর পূর্ণরূপ লিখ।
  • ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেন?
  • মেন্ডেলিফ কয়টি মৌল নিয়ে ছক তৈরি করেন?
  • আধুনিক পর্যায় সারণিতে কতটি মৌল রয়েছে?
  • পারমাণবিক সংখ্যা কে কত সালে আবিষ্কার করেন?

4.2  পর্যায় সারণির বৈশিষ্ট্য

4.3  ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়

  • ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় কর এবং কারণ ব্যাখ্যা করঃ
    • H, He
    • Li, Be, C, O
    • Na, Mg, Al, P, S
    • K, Ca, Mn, Cu, As, Br
    • Rb, Sr, Ag, I
    • Cs, Ba, Ce, Pm, Sm, Pb, Bi
    • Fr, Ra, U, No, Ac, Bh ইত্যাদি।
  • পর্যায় সারণিতে একটি মৌল একটি মাত্র স্থান দখল করে, একাধিক নয় - উক্তিটি ব্যাখ্যা কর।

4.4  ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি


4.5  পর্যায় সারণির কিছু ব্যতিক্রম

  • পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান বর্ণনা কর।
  • পর্যায় সারণিতে হিলিয়ামের অবস্থান বর্ণনা কর।
  • ল্যান্থানাইড সারির এবং অ্যাকটিনাইড সারির মৌলগুলোর অবস্থান বর্ণনা কর।

4.6  মৌলের পর্যায়বৃত্ত ধর্ম

  • মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝ?
  • ধাতু কি?
  • ধাতব ধর্ম কী?
  • অধাতু কি?
  • অধাতব ধর্ম কী?
  • অপধাতু বা অর্ধধাতু কি?
  • যেকোনো পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই হ্রাস পায় - ব্যাখ্যা কর।
  • একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের আকার হ্রাস পায় - ব্যাখ্যা কর।
  • যেকোনো গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বৃদ্ধি পায়- ব্যাখ্যা কর।
  • একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আকার বৃদ্ধি পায়- বুঝিয়ে লিখ।
  • একই পর্যায়ে যতো বাম হতে ডানদিকে যাওয়া যায়, মৌলসমূহের ধাতু ধর্ম ততোই হ্রাস পায়- ব্যাখ্যা কর।
  • একই গ্রুপের মৌলসমূহের যোজনী সমান কিন্তু একই পর্যায়ে তা ক্রমাগত পরিবর্তন হয়- ব্যাখ্যা কর।
  • পারমাণবিক আকার কি?
  • Mg ও Cl এর মধ্যে কোনটির পারমাণবিক আকার ছোট এবং কেন- ব্যাখ্যা কর।
  • Na ও K এর মধ্যে কোনটির পারমাণবিক আকার ছোট এবং কেন- ব্যাখ্যা কর।
  • Al ও Al3+ এর মধ্যে কোনটির পারমাণবিক আকার ছোট এবং কেন- ব্যাখ্যা কর।
  • আয়নিকরণ শক্তি কি?
  • Na ও Cl এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তির মান বেশি এবং কেন?
  • পর্যায় সারণিতে মৌলের অবস্থানের সঙ্গে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় বর্ণনা কর।
  • ইলেকট্রন আসক্তি কি?
  • পর্যায় সারণিতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই পর্যায়ে মৌলের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় - কেন?
  • পর্যায় সারণির একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় কেন?
  • Be, Ca, Sr, Ba, Mg এবং Ra মৌলগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন আসক্তি কম?
  • তড়িৎ ঋণাত্মকতা কি?
  • পর্যায় সারণিতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই পর্যায়ে মৌলের তড়িৎ ঋণাত্মকতা মান বৃদ্ধি পায় - কেন?
  • পর্যায় সারণির একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় কেন?

4.7  বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম


4.8  পর্যায় সারণির সুবিধা

4.9  পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া 

  • পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন কর তা বিক্রিয়াসহ বুঝিয়ে লিখ।
  • 17নং গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা বিক্রিয়াসহ বুঝিয়ে লিখ।
  • 2নং গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা বিক্রিয়াসহ বুঝিয়ে লিখ।


এসএসসি || রসায়ন || SSC || Chemistry

অধ্যায় - ০২ : পদার্থের অবস্থা
অধ্যায় - ০৩ : পদার্থের গঠন
অধ্যায় - ০৪ : পর্যায় সারণি
অধ্যায় - ০৫ : রসায়নিক বন্ধন
অধ্যায় - ০৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
অধ্যায় - ০৭ : রাসায়নিক বিক্রিয়া
অধ্যায় - ০৮ : রসায়ন ও শক্তি
অধ্যায় - ০৯ : এসিড-ক্ষারক সমতা
অধ্যায় - ১০ : খনিজ সম্পদ ধাতু-অধাতু
অধ্যায় - ১১ : খনিজ সম্পদ- জীবাশ্ম
অধ্যায় - ১২ : আমাদের জীবনে রসায়ন
No Comment
Add Comment
comment url