গুণগত রসায়ন | HSC রসায়ন প্রথম পত্র Notes

রসায়ন প্রথম পত্র নোট
গুণগত রসায়ন নোট

দ্রাব্যতার একক কী?

দ্রাব্যতার কোনো একক নেই।

বর্ণালী কী?

ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোক রশ্মির সমাহারকে বর্ণালী বলে।

অথবা,

ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে স্থানান্তরের ফলে আলোক রশ্মি হিসেবে শক্তি শোষিত বা বিকিরিত হয়। ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক আলোক রশ্মির এ সমাহারকেই বর্ণালী বলে।

হাইড্রোজেন এর বর্ণালীতে একাধিক চিড় দেখা যায় কেন?

পরমাণুকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তবে তার দিককে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। এই আবর্তনের সময় লব্ধি ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কতগুলো নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করতে পারে। নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করাকে কোয়ান্টায়ন বলে। এই কোয়ান্টায়ন বিজোড় সংখ্যায় হয়। 

যেমন: 1, 3, 5, 7 ইত্যাদি। যেহেতু লব্ধি ভরবেগ একাধিক কোয়ান্টায়ন সৃষ্টি করে তাই ঐ পরমাণু (H) এ একাধিক সূক্ষ্ম চিড় সৃষ্টি হয়।

শিখা পরীক্ষায় ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না কেন?

ম্যাগনেসিয়াম পরমাণুর আকার অনেক ছোট। এর বহিঃস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। Mg কে বুনসেন দ্বীপ শিখায় উত্তপ্ত করলে বহিঃস্তরের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে না। ফলে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। কিন্তু বর্ণ প্রদর্শনের  পূর্ব শর্ত হলো ইলেকট্রনের স্থানান্তর ঘটতে পারে। 

তাই Mg মৌল শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না।

শিখা পরীক্ষায় Na এর লবণ কোন বর্ণ সৃষ্টি করে?

শিখা পরীক্ষায় Na এর লবণ উজ্জ্বল সোনালি হলুদে বর্ণ সৃষ্টি করে।

জলীয় দ্রবণে Cl আয়ন শনাক্তকরণে সিলভার নাইট্রেট পরীক্ষা বর্ণনা কর।

পরীক্ষানলে একটি ক্লোরাইড লবণের (যেমন: NaCl) জলীয় দ্রবণ নিয়ে তাতে AgNO3 যোগ করা হলে যদি সাদা অধঃক্ষেপ পড়ে, যা লঘু HNO3 এসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয় তাহলে Cl আয়নের উপস্থিতি নিশ্চিত।

NaCl + AgNO3 → NaNO3 + AgCl↓(সাদা অধঃক্ষেপ)

AgCl + 2NH4OH  [Ag(NH3)2]Cl + H2O

রোগ নির্ণয়ে X-ray এর পরিবর্তে MRI এর ব্যবহার সুবিধাজনক কেন?

রোগ নির্ণয়ে X-ray এর পরিবর্তে  MRI এর ব্যবহার সুবিধাজনক এবং নিরাপদ। কারণ X-ray ব্যবহার করার ফলে শরীরের সজীব কোষ ধ্বংস হয়ে যায় এর স্ক্যান থেকে ক্যান্সার সৃষ্টি হয়। পক্ষান্তরে, MRI তার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ ও নিরাপদ প্রতিচ্ছবি স্পষ্টভাবে তুলতে সক্ষম। এর দ্বারা টিস্যুর  কোন ক্ষতি তো হয়ই না; বরঙ হাড় ও টিস্যু দ্বারা চৌম্বকীয় প্রতিচ্ছবিতে কোন অপষ্পতা পরিলক্ষিত হয় না। এ জন্যই রোগ নির্ণয়ে X-ray এর পরিবর্তে MRI এর ব্যবহার সুবিধাজনক।

খাদ্য লবণ বর্ষাকালে ভেজা থাকে কেন?

খাদ্য লবণ মূলত সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। এখানে অপদ্রব্য হিসাবে বিভিন্ন ধরনের দ্রবণ যেমন: MgCl, KCl, KI ইত্যাদি মিশ্রিত থাকে। আর অপদ্রব্যগুলো পানি গ্রাসী হিসেবে ব্যবহৃত হয়। আর বর্ষাকালে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে। ফলে বাতাস থেকে সহজে পানি শোষণ করে নিতে পারে। 

ফলে বর্ষাকালে খাদ্য লবণ ভেজা থাকে। 

জাল টাকা শনাক্তকরণে UV ব্যবহার করা হয় কেন?

আসল নোট যে উপাদান দ্বারা তৈরি হয় জাল নোট সেই উপাদান দ্বারা তৈরি নয়। তাই আসল নোটে UV রশ্মি আপতিত হলে অণু উত্তেজিত হয়। উত্তেজিত অবস্থা থেকে পূর্বাবস্থায় ফিরে আসলে শোষিত শক্তি আলো হিসেবে বিকিরিত হয়। এই আলো দৃশ্যমান (390 - 780 nm) অঞ্চলের বলে আমরা দেখতে পাই। এটি অনুপ্রভা নামে পরিচিত। আসল নোট ও জাল নোটের UV শোষণ ও দৃশ্যমান বিকিরণ কোনোভাবে এক হয় না। 

এজন্য জাল টাকা শনাক্তকরণে UV ব্যবহৃত হয়।

ক্রোমাটোগ্রাফি বলতে কি বুঝ?

ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি পৃথকীকরণ পদ্ধতি যাতে একটি মিশ্রণের উপাদানসমূহকে গ্যাসীয় বা তরল (চলমান) দশা দ্বারা স্থির দশার ভেতর দিয়ে বিভিন্ন বেগে প্রবাহিত করে পৃথক করা হয়।

কোনো মিশ্রণের যে উপাদান যত বেশি পোলার হবে তা অধিশোষক দ্বারা তত বেশি অধিশোষিত হবে।

যে পদ্ধতির মাধ্যমে কোন মিশ্রণের উপাদান স্থির দশা এবং চলমান দশার মাধ্যমে পৃথক করা হয় তাকে ক্রোমাটোগ্রাফি বলে।

প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়?

পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।

কলাম প্যাকিং এর সিক্ত পদ্ধতি ব্যাখ্যা কর।

কলাম প্যাকিং এর সিক্ত পদ্ধতিতে অধিশোষকের স্লারি তৈরি করে কলামের মধ্যে প্রবেশ করানো হয়। প্রথমে কাচনলকে খাড়া অবস্থায় একটি ক্লাম্পের সাহায্যে আটকানো হয়। অতঃপর কাচনলের নিচে তুলা বা গ্লাস উল দিয়ে দ্রাবক দ্বারা ভেজানো হয়। পরবর্তীতে অধিশোষণ চূর্ণ যোগ করে দ্রাবক দ্বারা সিক্ত করে স্টপার খুলে অতিরিক্ত দ্রাবক বের করে নেয়া হয়। 


  • পরমাণু ও তার মূল কণিকা সমূহ
    • ইলেকট্রন
    • প্রোটন
    • নিউট্রন
  • রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা
    • রাদারফোর্ড পরমাণু মডেল
    • বোর পরমাণু মডেল
    • রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা
    • পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর
  • কোয়ান্টাম সংখ্যা
    • কোয়ান্টাম সংখ্যা
    • কোয়ান্টাম সংখ্যা এবং বিভিন্ন উপস্তর ও শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা
  • কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি
    • অরবিট ও অরবিটাল
  • ইলেকট্রন বিন্যাসের নিয়ম: আউফবাই, হুন্ড এবং পলির বর্জন নীতির প্রয়োগ
    • মৌলের ইলেকট্রন বিন্যাস: সাধারণ ও ব্যতিক্রমী বিষয়
    • ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ
  • তড়িৎ চুম্বকীয় বর্ণালি
  • রেখা বর্ণালির সাহায্যে মৌল শনাক্তকরণ
  • হাইড্রোজেন বর্ণালি
  • বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় রশ্মির ব্যবহার
  • IR বর্ণালিমিতি এবং রাসায়নিক বিশ্লেষণ
  • চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার
  • NMR বর্ণালিমিতির প্রয়োগ: রোগ নির্ণয়ে MRI পরীক্ষা
  • লবণে ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা: শিখা পরীক্ষা
  • বিভিন্ন ধরনের পাতন প্রণালী ব্যবহারের মাধ্যমে যৌগের বিশোধন
  • পৃথকীকরণ দ্রাবক নিষ্কাশনের ভূমিকা
  • ক্রোমাটোগ্রাফির মাধ্যমে গুণগত বিশ্লেষণ