Lowest Meniscus বলতে কি বুঝ?

Lowest Meniscus বলতে তরলের সর্বনিম্ন বক্রতলকে বুঝায় এবং এটি যে কোন আয়তনমিতিক সিলিন্ডারে রিডিং নেবার সময় বেশ গুরুত্বপূর্ণ একটি ধারণা। কারণ, সর্বনিম্ন বক্রতলকে রেফারেন্স ধরে রিডিং নিলে আয়তন পরিমাপের সময় পৃষ্ঠটান জনিত ত্রুটি এড়ানো সম্ভব। আয়তনমিতিক ফ্লাস্ক, সিলিন্ডার ব্যুরেট, পিপেট সব ধরনের গ্লাসসামগ্রীর ক্ষেত্রেই পরিমাপের ক্ষেত্রে Lowest Meniscus হিসেবে আয়তনের রিডিং নিতে হয়।