G-কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন?

G এর মান বস্তুকণাদুটির মধ্যবর্তী মাধ্যমের উপর কিংবা বস্তু কণা দুটির ভৌত অবস্থার উপর নির্ভর করে না। পদার্থবিজ্ঞানে অনেক ধ্রুবক রয়েছে যাদের কোনটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। বস্তুর অবস্থার উপর নির্ভর করে। বস্তুর অবস্থার উপর (যেমন – তাপমাত্রা, চাপ ইত্যাদি) নির্ভর করে, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক এমন একটি ধ্রুবক যার মান সর্বত্র এবং সব অবস্থায় একই থাকে, কোনো পরিবর্তন হয় না। এই কারণেই এই ধ্রুবককে বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলে।

Leave a Comment