DNA ট্রান্সলেশন কাকে বলে?

বার্তাবহ RNA সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাথে যুক্ত হওয়ার পর ত্রয়ী সংকেতগুলো অ্যামিনো এসিডের ভাষায় অনুদিত হওয়ার নাম ট্রান্সলেশন। এই প্রক্রিয়ায় বিভিন্ন rRNA তাদের অ্যান্টিকোডন দ্বারা mRNA এর সাথে সাময়িকভাবে যুক্ত হলে অ্যামিনো এসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হয়।