COD কাকে বলে?

COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand এর অর্থ রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের জৈব ও অজৈব পদার্থকে K2Cr2O7+H2SO4 দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহকৃত রাসায়নিক পদার্থ যোগান দেয়। 
সুতরাং পানির নমুনায় পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের দূষক পদার্থ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD বলে।