চলন্ত গাড়ি থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে যায় কেন?

চলন্ত গাড়িতে যাত্রীরা গতিজড়তার জন্য সামনের দিকে হেলে পড়ে। কারণ চলন্ত অবস্থায় গাড়ির সংস্পর্শে থাকা যাত্রীর শরীর গতিজড়তা লাভ করে। চলন্ত গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ঐ অংশ স্থিতি অবস্থায় থাকে, কিন্তু গতিজড়তার জন্য উপরের অংশ সামনের দিকে হেলে পড়ে।

কাচের জানালায় গুলি করলে কাচের গায়ে গুলির পরিধির সমান পরিধিবিশিষ্ট একটি গর্ত সৃষ্টি হয় কিন্তু কাচ ভাঙ্গে না কেন?

দূর হতে গুলি ছুড়লে গুলি এত দ্রুত চলে যায় যে তা কাছের অণুগুলোর স্থিতিজড়তা নষ্ট করতে পারে না। ফলে কোন ফাটল বা টুকরা হয়ে ভেঙে না পড়ে শুধু পরিধির সমান একটি গর্ত হয়।

বেলুন উপরে উঠে কেন?

হাওয়ায় ভর্তি একটি বেলুন হাওয়া ছেড়ে দিলে বেলুন বাইরের বাতাসের উপর পেছনের একটি ক্রিয়ামূলক বল প্রয়োগ করে। বাতাসও বেলুনের উপর সমান ও বিপরীতমুখী প্র্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করে। ফলে বেলুনটি উপরে উঠতে পারে।

বন্দুক হতে গুলি ছুড়লে পেছনের দিকে ধাক্কা দেয় কেন?

বন্দুক হতে গুলি ছুড়বার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে অগ্রসর হয়। ফলে ইহা সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরের নিত্যতার সূত্রানুসারে গুলি ছুড়বার পরেও তাদের মোট ভরবেগ শূন্য হবে। কাজেই বন্দুকে ও গুলিতে সমান এবং বিপরীতমুখী একটি ভরবেগ সৃষ্টি হবে। এজন্যই গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়।

রাবারকে টেনে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে কেন?

পদার্থের এমন একটি ধর্ম আছে যা বাহ্যিক বল প্রয়োগে দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয়। পদার্থের এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। এ স্থিতিস্থাপকতার জন্যই রাবারকে টেনে ছেড়ে দিলে তা পূর্বের জায়গায় বা অবস্থায় ফিরে আসে।

বলাৎকার কাকে বলে?

বলাৎকার বা ধর্ষণ যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোল বৎসরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে, অথবা ষোল বৎসরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবেন।

কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ

 GPA – এর পূর্ণরূপ—Grade point Average J.S.C – এর পূর্ণরূপ — Junior School Certificate. J.D.C – এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate. S.S.C – এর পূর্ণরূপ — Secondary School Certificate. H.S.C – এর পূর্ণরূপ — Higher Secondary Certificate. A.M – এর পূর্ণরূপ — Ante meridian. P.M – এর পূর্ণরূপ — Post meridian. B. A – … Read more