রাশিয়ার মুদ্রার নাম কি?

রাশিয়ার মুদ্রার নাম – রুবল। রাশিয়া এবং বেলারুশের মুদ্রার নাম রুবল। রিংগিত হলো মালয়েশিয়ার মুদ্রা, লিরা তুরস্কের মুদ্রা এবং ক্রোনা হলো সুইডেন, আইসল্যান্ডের মুদ্রা।

দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত?

 দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত। ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়। তবে এ বিনিময় চুক্তির মধ্যে দহগ্রাম ছিটমহলটি পড়ে না। কারণ এ সমস্যার সমাধান ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী সমাধান হয়েছে। এ চুক্তি অনুযায়ী আড়াই বর্গমাইল আয়তনের দক্ষিণ বেরুবাড়ীর বিনিময়ে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের অধিবাসীদের মূল ভূখণ্ডে নির্বিঘ্নে যাতায়াতের জন্য … Read more

বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরষ্কার কোনটি?

বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরষ্কার বাংলা একাডেমি পুরষ্কার। বাংলা সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ পুরষ্কার ‘বাংলা একাডেমি পুরষ্কার’। ১৯৬০ সালে প্রবর্তিত এ পুরষ্কারের প্রতিটিতে দেয় হয় ১ লাখ টাকা এবং বাংলা একাডেমির মনোগ্রাম সম্বলিত একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র।

পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?

পিঁপড়ার কামড়ে ফরমিক এসিড থাকে। পিঁপড়া বা ভীমরুল বা মৌমাছির কামড়ে আমাদের দেহের সাথে ফরমিক এসিড বা মিথানোয়েক এসিড (HCOOH) মিলে যায়। এতে হুল ফুটানো বা কামড়ানো স্থানে আমরা জ্বালা অনুভব করি।

তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে?

তারামন বিবি যুদ্ধ করেন ১১ নং সেক্টরে। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাঁচারিপাড়ায় জন্ম নেয়া বীরপ্রতীক তারামন বিবি ১১ নং সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বরেন্দ্র বলতে কি বোঝায়?

বরেন্দ্র বলতে – উত্তরবঙ্গ কে বোঝায়। বাংলার প্রাচীন জনপদ ‘বরেন্দ্র’ এর সীমানা ছিল পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার। বরেন্দ্র বলতে বর্তমানে উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলকে বোঝানো হয়। তবে পুন্ড্রু জনপদও রাজশাহী অঞ্চলের অংশ বিশেষ ছিল।

তৎসম শব্দ কাকে বলে?

যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরির্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে।  যেমন- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভূবন, ধর্ম, পত্র, মনুষ্য, মস্তক, বস্ত্র, গ্রহ, কর্ণ।

ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ধূমকেতু পত্রিকার সম্পাদক – কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬) দৈনিক নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয় ধূমকেতু (১৯২২) ও লাঙল (১৯২৫) পত্রিকা। তার অর্ধ-সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের আশীর্বাদ বাণী হলো -‘ আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে … Read more