CFC কী?

জৈব যৌগের মিথেন ও ইথেন সমগোত্রীয় শ্রেণির ক্লোরো-ফ্লোরোজাতকসমূহকে ক্লোরো-ফ্লোরো কার্বন বা CFC বলে। এদের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন (freon)।

COD কাকে বলে?

COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand এর অর্থ রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের জৈব ও অজৈব পদার্থকে K2Cr2O7+H2SO4 দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহকৃত রাসায়নিক পদার্থ যোগান দেয়।  সুতরাং পানির নমুনায় পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের দূষক পদার্থ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD বলে।

NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি?

NH3 এবং HCl এর মধ্যে NH3 এর ব্যাপনের হার বেশি। ব্যাপনের হারের সূত্র মতে, যে কোনো গ্যাসের ব্যাপন হার, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। HCl এর আণবিক ভর 36.5 এবং NH3-আণবিক ভর 17।  সুতরাং NH3– এর আণবিক ভর কম হওয়ায় এটির ব্যাপন হার HCl অপেক্ষা বেশি হবে।

দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন?

 সাধারণত দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়। কারণ, দুর্বল এসিড প্রোটন দান করার পর যে ক্ষারকের সৃষ্টি হয়, তার প্রোটন গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। হাইড্রাসিডগুলোর মধ্যে HF সবচেয়ে দুর্বল এসিড। এটি পানিকে H+ দান করার পর F– আয়ন গঠন করে। এটি HF এর অনুবন্ধী ক্ষারক এবং এটি তীব্র ক্ষারক।  HF + H2O ↔ H3O++F–

কঠিন, তরল ও বায়বীয় পদার্থে তাপ প্রয়োগ করলে কি পরিবর্তন ঘটবে? বা তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন

তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে- কঠিন পদার্থঃ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে উহা তরলে পরিণত হয়। কারণ যখন পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন উহার অনুগুলো পরস্পরের কাছাকাছি থাকে। এই অবস্থায় তাপ প্রয়োগ করা হলে কঠিনের অণুগুলো তরলের ন্যায় প্রসারিত হয়। বিধায় কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়। তরল পদার্থঃ তরল পদার্থে … Read more

আলকেমি শব্দটি আরবি কোন শব্দ থেকে এসেছে?

আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল-কিমিয়া থেকে। আল-কিমিয়া শব্দটি আবার এসেছে কিমি (Chemi বা Kimi) শব্দ থেকে। এই Chemi শব্দ থেকেই Chemistry শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন।

মুসলিম দার্শনিকেরা কোন ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন?

মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সিসা এসব স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরা করা, যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। তারা অবশ্য এগুলোতে সফল হননি। তবে তারা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক … Read more