এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব

 এসিড বৃষ্টি ব্যাপক ক্ষতি সাধন করে।  পুকুর, হ্রদ ও বিলের পানির pH কমে (7 থেকে 3) গিয়ে মাছ ও জলজ উদ্ভিদ মারা যায়। মাটির অদ্রবণীয় অ্যালুমিনিয়াম যৌগ দ্রবণীয় Al3+ রূপে জলাশয়ে মিশে। ফলে মাছের শ্বাসযন্ত্রে অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি হয়ে মাছ মরে যায়। সবুজ বনভূমি ধ্বংস হয়ে যায়। ধাতু দ্বারা নির্মিত সেতু, জাহাজ ও যানবাহনের ক্ষয় ঘটে।

গ্রাহামের ব্যাপন সূত্র

 গ্রাহামের ব্যাপন সূত্রটি হলো- নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্যাসের ব্যাপনের হার r এবং ঘনত্ব d হলে, r∞1∕√d আরো পড়ুনঃ আংশিক চাপ কাকে বলে? বিয়োজন ধ্রুবক কী? অম্লের বিয়োজন ধ্রুবক কাকে বলে?

অনুবন্ধী অম্ল-ক্ষারক কি?

 কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয় তাকে সে অম্লের অনুবন্ধী ক্ষারক বলে আর কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয়, তাকে সে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে।

বিন্দু ও অবিন্দু উৎস পানি দূষণ কি?

 পানি দূষণের সে সকল উৎস হতে অনির্দিষ্ট স্থান হতে দূষক প্রবাহ ভূমিক্ষয়, নাইট্রোজেন, ফসফরাস কীটনাশক, জীব বর্জ্য, নগরজাত প্রবাহ হলো- তেল, গ্যাসোলিন, নাইট্রোজেন, ফসফরাস কীটনাশক, প্লাস্টিক দ্রব্য ইত্যাদি। পানি দূষণের সে সকল উৎসের নির্দিষ্ট স্থান হতে দূষক পরিবেশে যুক্ত হয় তাকে দূষকের বিন্দু উৎস বলে। গ্রহস্থালী বর্জ্য যেমন- ভাসমান কঠিন, জৈব যৌগ, ফসফরাস তেল গ্রিজ, … Read more

সার্বজনীন গ্যাস ধ্রুবক কি?

সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে উপস্থিত ধ্রুবক রাশিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) বলে। একে মোলার গ্যাস ধ্রুবকও বলে।

লুইস এসিড কি?

 যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস এসিড বলে। 

TDS কি?

 Total Dissolved Solid বা TDS পানিতে দ্রবীভূত অপদ্রব্যের মোট পরিমাণ নির্দেশ করে।