পরমাণুর মডেল (Atomic Model)

রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য 1911 খ্রিস্টাব্দে আলফা কণা (হিলিয়াম নিউক্লিয়াস) বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। তা নিম্নরূপ-১. পরমাণুর কেন্দ্রস্থল একটি ধনাত্মক আধানবিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক … Read more

খাদ্য লবণ বর্ষাকালে ভেজা থাকে কেন?

খাদ্য লবণ মূলত সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। এখানে অপদ্রব্য হিসাবে বিভিন্ন ধরনের দ্রবণ যেমন: MgCl, KCl, KI ইত্যাদি মিশ্রিত থাকে। আর অপদ্রব্যগুলো পানি গ্রাসী হিসেবে ব্যবহৃত হয়। আর বর্ষাকালে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে। ফলে বাতাস থেকে সহজে পানি শোষণ করে নিতে পারে।  ফলে বর্ষাকালে খাদ্য লবণ ভেজা থাকে। 

কলাম প্যাকিং এর সিক্ত পদ্ধতি ব্যাখ্যা কর।

কলাম প্যাকিং এর সিক্ত পদ্ধতিতে অধিশোষকের স্লারি তৈরি করে কলামের মধ্যে প্রবেশ করানো হয়। প্রথমে কাচনলকে খাড়া অবস্থায় একটি ক্লাম্পের সাহায্যে আটকানো হয়। অতঃপর কাচনলের নিচে তুলা বা গ্লাস উল দিয়ে দ্রাবক দ্বারা ভেজানো হয়। পরবর্তীতে অধিশোষণ চূর্ণ যোগ করে দ্রাবক দ্বারা সিক্ত করে স্টপার খুলে অতিরিক্ত দ্রাবক বের করে নেয়া হয়।

জলীয় দ্রবণে Cl আয়ন শনাক্তকরণে সিলভার নাইট্রেট পরীক্ষা বর্ণনা কর।

পরীক্ষানলে একটি ক্লোরাইড লবণের (যেমন: NaCl) জলীয় দ্রবণ নিয়ে তাতে AgNO3 যোগ করা হলে যদি সাদা অধঃক্ষেপ পড়ে, যা লঘু HNO3 এসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয় তাহলে Cl–  আয়নের উপস্থিতি নিশ্চিত। NaCl + AgNO3 → NaNO3 + AgCl↓(সাদা অধঃক্ষেপ) AgCl + 2NH4OH  [Ag(NH3)2]Cl + H2O

বর্ণালী কী?

ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোক রশ্মির সমাহারকে বর্ণালী বলে।অথবা,ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে স্থানান্তরের ফলে আলোক রশ্মি হিসেবে শক্তি শোষিত বা বিকিরিত হয়। ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক আলোক রশ্মির এ সমাহারকেই বর্ণালী বলে।

হাইড্রোজেন এর বর্ণালীতে একাধিক চিড় দেখা যায় কেন?

পরমাণুকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তবে তার দিককে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। এই আবর্তনের সময় লব্ধি ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কতগুলো নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করতে পারে। নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করাকে কোয়ান্টায়ন বলে। এই কোয়ান্টায়ন বিজোড় সংখ্যায় হয়। যেমন: 1, 3, 5, 7 ইত্যাদি। যেহেতু লব্ধি ভরবেগ একাধিক কোয়ান্টায়ন সৃষ্টি করে … Read more