2d এবং 3d এর মধ্যে কোনটি সম্ভব এবং কেন?

2d এবং 3d এর মধ্যে 3d সম্ভব। 3d তে n-এর মান ও এর জন্য l এর তিনটি মান 0, 1, 2 পাওয়া যায়। l = 2 এর অর্থ হচ্ছে 3d অরবিটাল। তাই 3d সম্ভব। কিন্তু n = 2 এর জন্য l = 0, 1 হয় এবং অরবিটাল হবে 2s, 2p। তাই 2d অরবিটাল অসম্ভব।

রেখা বর্ণালি কী? রেখা বর্ণালির উৎস

রেখা বর্ণালি কী? বিকীর্ণ শক্তিকে বর্ণালি বীক্ষণ যন্ত্রে বিশ্লেষণ করলে ফটোগ্রাফিপ্লেটে যে বিভিন্ন রেখার সমাহার পাওয়া যায় তাকে রেখা বর্ণালি বলে। রেখা বর্ণালির উৎস ইলেকট্রন আলোর নিদিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে এবং আলোর নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে চলে। নির্দিষ্ট পরিমাণ আলোর শোষণ বা বিকিরণ বর্ণালির উৎস হিসেবে কাজ … Read more

তৃতীয় শক্তিস্তরে f উপশক্তিস্তর সম্ভব নয় কেন?

পরমাণুতে 3f অরবিটালের অস্তিত্ব নেই। কারণ সাধারণত কোনো শক্তিস্তরের সর্বাধিক 4টি উপস্তর থাকতে পারে। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, 1, 2 এবং 3 হলে উপস্তরকে s, p, d এবং f দ্বারা চিহ্নিত করা যায়। ৩য় শক্তি স্তরে n = 3 হওয়াতে l = 0, 1, 2 হবে। কিন্তু f এর জন্য l = … Read more

কেলাসন কী?

একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত কোন তাপহারী কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বলে।

সমআয়ন প্রভাব কাকে বলে?

দ্রবণে সমআয়ন উপস্থিত থাকলে কোনো লবণের দ্রাব্যতার যে পরিবর্তন ঘটে তাকে সমআয়ন প্রভাব বলে। যেমনঃ NaCl এর জলীয় দ্রবণে যদি AgCl দ্রবীভূত করা তাহলে উভয় যৌগের সাধারণ আয়ন Cl– এর পরিমাণ বেড়ে যাবে ও NaCl এর দ্রাব্যতার হ্রাস পাবে। এটিই সমআয়ন প্রভাব।

পাতন কী?

কোনো তরল মিশ্রণকে তাপ প্রয়োগ করে স্বাভাবিক বায়ুচাপে মিশ্রণের উপাদানসমূহকে তাদের স্ফুটনাঙ্কে বাষ্পীভূত করে এবং ঐ বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে।