মহিলা অধিদপ্তর এর প্রধান কাজটি ব্যাখ্যা কর।

মহিলা অধিদপ্তর মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। এ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ প্রশিক্ষণের মধে আছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই প্রভৃতি। এসব প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটি নারীদের সহজ শর্তে ঋণও দিয়ে থাকে। মূলত নারীর উন্নয়নের … Read more

ঝুঁকি নেওয়ার মনোভাব উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?

ঝুঁকি নেওয়ার মনোভাব উদ্যোক্তার মনস্তাতিক বৈশিষ্ট্য। ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তা কোনোভাবে ঝুঁকি অস্বীকার করতে পারেন না। উদ্যম, সাহস ও বিচক্ষণতার মাধ্যমে উদ্যোক্তা ঝুঁকিসম্পন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যান।

উদ্যোক্তাকে দূরদর্শী হতে হয় কেন?

বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যতকে উপলব্ধি করতে পারার সামর্থ্য হলো দূরদর্শিতা। ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। ভবিষ্যৎ সফলতা এবং ব্যবসায় পরিবেশ বোঝার জন্য একজন উদ্যোক্তা সহজে ভবিষ্যৎ ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করতে পারেন। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয়। এজন্য উদ্যোক্তাকে দূরদর্শী হতে হয়।

CIP কীভাবে নির্বাচন করা হয়?

CIP অর্থ হলো Commercially Important Person। দেশে লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে। বেসরকারি খাতে এসকল উদ্যোক্তার মধ্যে যারা শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান তৈরি ও জাতীয় আয় বাড়াতে সর্বাধিক অবদান রাখেন তাদের মধ্যে থেকে প্রতি বছর CIP নির্বাচন করা হয়।

সফল উদ্যোক্তার জীবনী পাঠ করা প্রয়োজন কেন?

যারা নিজের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার সাথে পরিশ্রমের সমন্বয় করেন তারাই সফল উদ্যোক্তা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সফল উদ্যোক্তার প্রয়োজন অনস্বীকার্য। সফল উদ্যোক্তার জীবনী পাঠ করলে উদ্যোক্তার সফলতার মূলমন্ত্র যেমন জানা যায়, তেমনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ সম্পর্কে নিজ মনে উদ্দীপনা জাগে। এজন্য নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সফল উদ্যোক্তার জীবনী পাঠ করা প্রয়োজন।

রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড কীভাবে দেওয়া হয়?

যে মায়েদের কমপক্ষে তিনজন সন্তান জীবনে সফল ও প্রতিষ্ঠিত তাদের এ পুরস্কার দেওয়া হয়। আজাদ প্রোডাক্টস-এর মালিক আবুল কালাম আজাদের সফলতার পেছনে ছিল তার কঠোর পরিশ্রম ও মায়ের দোয়া। তাই তিনি নিজের মাসহ পৃথিবীর সকল মায়েদের শ্রদ্ধা জানাতে ২০০৩ সালে রত্মগর্ভা মা অ্যাওয়ার্ড প্রচলন করেন। প্রতি বছর উল্লেখযোগ্য মাকে দেওয়া হয় এ স্বীকৃত পুরস্কার।

ব্যবসায় সহায়তা প্রয়োজন কেন?

ব্যবসায় স্থাপন ও সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা প্রয়োজন হয়। নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন একটি সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজ। এজন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয়। এক্ষেত্রে উদ্দীপনামূলক সহায়তা উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রাণিত করে। সমর্থনমূলক সহায়তা ব্যবসায় বা শিল্প স্থাপনে সহায়তা করে। আবার, সংরক্ষণমূলক সহায়তা ব্যবসায় কাজ পরিচালনা এবং সম্প্রসারণের বাধা দূর করে। এভাবে বিভিন্ন সহায়তা … Read more

সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয় কেন?

একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনের জন্য যে ধরনের সহায়তার প্রয়োজন হয়, তাকে সমর্থনমূলক সহায়তা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করতে সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয়। এ ধরনের সহায়তার মধ্যে আছে ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা, যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ প্রভৃতি। এসব সহায়তা পেলে উদ্যোক্তা তার ব্যবসায় স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হন।