বিক্রয়কর্মীর নৈতিক গুণ কাকে বলে?

পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নীতি নৈতিকতা মেনে চলা হলো বিক্রয়কর্মীর নৈতিক গুণ। একজন বিক্রয়কর্মীকে কর্মক্ষেত্রে আদর্শবান এবং সফলতা অর্জনের জন্য নৈতিক গুণাবলি অর্জণ করতে হয়। তাকে সব সময় গ্রাহকের সাথে লেনদেনে সততা এবং বিশ্বস্ততার পরিচয় দিতে হয়। কারণ, বিক্রয়কর্মীর মার্জিত ব্যবহার ক্রেতাকে আকৃষ্ট করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিক্রয়কর্মী কর্মক্ষেত্রে সব জটিলতা দূর করে থাকে। এগুলো একজন … Read more

ক্রয় দক্ষতা প্রয়োজন কেন?

ব্যবসায়ের সফলতা নির্ভর করে ক্রয় দক্ষতার ওপর। সঠিক মূল্যে সঠিক পণ্য বা সেবা কিনতে পারলে তা বিক্রি করে বেশি মুনাফা উপার্জন করা যায়। কম মূল্যে ব্যবসায়ী পণ্য উৎপাদনের কাঁচামাল কিনতে পারলে মুনাফা অর্জনের সম্ভাবনা বেশি থাকে। এজন্য বিপণন কাজে ক্রয় দক্ষতা প্রয়োজন।

বিপণনের ক্ষেত্রে বিজ্ঞাপনের গুরুত্ব ব্যাখ্যা কর।

অর্থের বিনিময়ে উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য বা সেবার নৈব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। এতে তারা ব্যবসায়ের পণ্য কিনতে আগ্রহী হয়। বিজ্ঞাপন পণ্যের বিক্রি বাড়াতে সহায়তা করে। ফলে মুনাফা বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন অনেক গুরুত্বপূর্ণ।

বিক্রয় কর্মীর নৈতিক গুণ বলতে কী বোঝায়?

পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নীতি নৈতিকতা মেনে চলাই হলো বিক্রয়কর্মীর নৈতিক গুণ। একজন বিক্রয়কর্মীকে কর্মক্ষেত্রে আদর্শবান এবং সফলতা অর্জনের জন্য নৈতিক গুণাবলি অর্জন করতে হয়। তাকে সর্বদা গ্রাহকের সাথে লেনদেনে সততা এবং বিশ্বস্ততার পরিচয় দিতে হয়। বিক্রয়কর্মীর মার্জিত ব্যবহার ক্রেতাকে আকৃষ্ট করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিক্রয়কর্মী কর্মক্ষেত্রে সব জটিলতা দূর করে থাকে। এগুলো একজন বিক্রয়কর্মীর নৈতিক … Read more

বিপণন কীভাবে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে?

বিপণন উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে। বিপণন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদক তার উৎপাদিত পণ্য পাইকার ও খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করে। এরা উক্ত পণ্য চূড়ান্ত ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রি করে। পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে ব্যবসায়িক কাজ সম্পন্ন হয়। এভাবেই বিপণন ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে।

বিক্রয়িকতা প্রয়োজন কেন?

ক্রেতা আকর্ষণ এবং সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে বিক্রয়িকতা প্রয়োজন। বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে ক্রেতাকে পণ্য কিনতে উৎসাহিত করা হয়। এ কৌশল সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে সাহায্য করে। ফলে সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করা সহজ হয়।

ভোক্তা বিশ্লেষণ কেন করা হয়?

ভোক্তার চাহিদা, রুচি এবং পণ্য সম্পর্কিত তথ্য জানার জন্য ভোক্তা বিশ্লেষণ করা হয়। বিপণনের সব কার্যক্রম আবর্তিত হয় ভোক্তাকে কেন্দ্র করে। এক্ষেত্রে ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেওয়া হয়। ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে বিপণনকারী ভোক্তার মনোভাব জানতে পারেন। এতে করে বিপণন কার্যাবলি সম্পাদন করা সহজ হয়। এজন্যই ভোক্তা বিশ্লেষণ করা হয়।

বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে?

বিপণন হলো উৎপাদক থেকে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী ভোক্তার কাছে পৌছে দেওয়ার কার্যাবলির সমষ্টি। এক অঞ্চলের উৎপাদিত পণ্যসামগ্রী অন্য এলাকার জনগণ ভোগ করতে পারে, আবার এক মৌসুমে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ঘাটতি মৌসুমে ভোগ করা সম্ভব হয় বিপণনের কারণে। তাছাড়া বিপণন চাহিদা অনুসারে পণ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত করে ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বিধান করে। গবেষণার মাধ্যমে উৎপাদিত নিত্য-নতুন … Read more