সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যাখ্যা কর।

সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থা, যেখানে প্রতিষ্ঠানের আয়-ব্যয় সমান হয়। এ বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, কী পরিমাণ পণ্য বিক্রি করলে ব্যবসায়ে লোকসান হবে না। এছাড়া এ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে পণ্যের মূল্য ও বিক্রির পরিমাণ নির্ধারণ করা সহজ হয়। আবার, এর মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বাড়ানোর কাজ করা যায়। এজন্যই ব্যবসায়ে সম আয়-ব্যয় … Read more

ম্যাক্রোস্ক্রিনিং এবং মাইক্রোস্ক্রিনিং এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।

ম্যাক্রোস্ক্রিনিং এবং মাইক্রোস্ক্রিনিং এর মধ্যে পার্থক্য নিরূপণ করা হলো – নং ম্যাক্রোস্ক্রিনিং মাইক্রোস্ক্রিনিং  ১ ব্যবসায় প্রতিষ্ঠানের যেসব উপাদান উদ্যোক্তা নিয়ন্ত্রণ করত পারে না সেগুলোর সমষ্টি হলো ম্যাক্রোস্ক্রিনিং। যেসব কাজের নিয়ন্ত্রণ উদ্যোক্তার আওতাভুক্ত সেগুলোর সমষ্টি হলো মাইক্রোস্ক্রিনিং।  ২ এটি প্রকল্পের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। এটি প্রকল্পের সুনির্দিষ্ট কিছু দিক নিয়ে আলোচনা করে।  ৩ জনসংখ্যা, অর্থনৈতিক … Read more

প্রকল্পের বাজারজাতকরণের দিক যাচাই করা হয় কেন?

সঠিক প্রকল্প নির্বাচনের উদ্দেশ্যই প্রকল্পের বাজারজাতকরণ দিক যাচাই করা হয়। উৎপাদিত পণ্যের চাহিদা না থাকলে কোনো প্রকল্পই সফল হয় না। বাজার জরিপ পরিচালনার মাধ্যমে কোনো পণ্যের চাহিদা আছে কিনা, বাজারে প্রতিযোগীদের সংখ্যা, পণ্য বিতরণের সুযোগ-সুবিধা প্রভৃতি যাচাই করা হয়।

ব্যবসায় পরিকল্পনা সংক্ষিপ্ত হওয়া প্রয়োজন কেন?

পরিকল্পনা হলো ভবিষ্যতে কী করতে হবে তার আগাম কর্মসূচি। পরিকল্পনা করার সময় মনে রাখতে হবে তা যেন বাস্তবসম্মত হয়। এতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা তুলে ধরা যাবে না। এর ফলে কর্মীর মনোযোগ নষ্ট হয়। ব্যবসায় পরিকল্পনা সংক্ষিপ্ত হলে এর গুরুত্ব বেশি থাকে।

এনজিও কী?

এনজিও হচ্ছে বেসরকারি সংস্থা (Non-government Organization)। বেসরকারি সংস্থাগুলো উদ্যোক্তাদের প্রেরণামূলক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে। এতে উদ্যোক্তারা ব্যবসায় গঠনে আগ্রহী হয়। তারা দেশি-বিদেশি এনজিওর মাধ্যমে এসব সুবিধা পেয়ে থাকে। ব্র্যাক, মাইডাস, গ্রামীণ ব্যাংক, আশা প্রভৃতি বাংলাদেশের এনজিও।

ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কাকে বলে?

সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়ই হলো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। ব্যবসায় সমাজ থেকে ইনপুট কাঁচামাল হিসেবে নেয় এবং পরিণত পণ্য আবার সমাজই বিপণন করে। উৎপাদক, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা এলাকা, সরকার প্রভৃতি পক্ষের সমষ্টিই হলো সমাজ। আর মুনাফা অর্জনের পাশাপাশি এসব পক্ষের জন্য কল্যাণকর কাজ করাই হলো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব।

বিপণনের কোন কাজটির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়?

বিপণনের ক্রয়-বিক্রয় কাজটির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। উৎপাদনের পর উৎপাদক পণ্যের মালিকানা লাভ করে। উৎপাদক পণ্য বিক্রি করলে সেই পণ্যের মালিকানা পাইকারের কাছে হস্তান্তরিত হয়। আবার ক্রেতা বা ভোক্তা পণ্য কেনার মাধ্যমে পাইকার বা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে মালিকানা লাভ করেন। এভাবে ক্রয় – বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়।

সামষ্টিক পরিবেশ কাকে বলে?

ব্যবসায় বা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে উদ্যোক্তার নিয়ন্ত্রণবহির্ভূত কিছু সাধারণ বা সামগ্রিক উপাদান দ্বারা প্রভাবিত পরিবেশ হলো সামষ্টিক পরিবেশ।এ পরিবেশের উল্লেখযোগ্য উপাদান হলো – জনসংখ্যা, অর্থনৈতিক, প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ। এ উপাদানগুলো প্রতিষ্ঠানের বাহ্যিক অন্তর্গত। এতে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না।