ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায়টি ব্যাখ্যা কর।

ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায় হলো বিমা। এ চুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিপত্রে উল্লিখিত নির্দিষ্ট ঝুঁকি মোকাবিলার দায়িত্ব নেয়। এতে নির্দিষ্ট কারণে ব্যবসায় বা সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর হয় ও ব্যবসায় নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হতে পারে।

চলতি মূলধন কাকে বলে?

ব্যবসায়ের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় মূলধন হলো চলতি মূলধন। এ ধরনের মূলধনের মেয়াদ এক বছর পর্যন্ত হয়ে থাকে। এ মূলধনের সাহায্যে কোনো স্থায়ী সম্পত্তি অর্জন করা বা কেনা যায় না। সাধারণত ব্যবসায়িক কাজ চালু রাখার জন্য এ মূলধনের প্রয়োজন হয়। কাঁচামাল কেনা, মজুরি দেওয়া, ভাড়া ও পরিবহন খরচ প্রভৃতি চলতি মূলধনের উদাহরণ।

ব্যবসায়ের যান্ত্রিক দিকটি বর্ণনা কর।

ব্যবসায়ের যান্ত্রিক দিক বলতে মূলত কারিগরি দিককে বোঝায়। প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় কীরূপ যন্ত্র ব্যবহার করা হবে, কী ধরনের প্রযুক্তি নির্ধারণ করা হবে ও তার ব্যয় কেমন হবে প্রভৃতি বিষয় নিয়ে ব্যবসায়ের যান্ত্রিক দিক আলোচনা করে। উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করা গেলে প্রকল্প বাস্তবায়ন সহজ … Read more

পণ্যের প্রতীক কী?

কোনো পণ্যের স্বাতন্ত্র্যতা প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, তাই পণ্যের প্রতীক। পণ্যের প্রতীককে কী বলে? পণ্যের প্রতীককে ট্রেডমার্ক বলে। প্রতীকের মূল বিষয় কী? প্রতীকের মূল বিষয় হলো স্বাতন্ত্র্যতা। সার্ভিস মার্ক কী? ব্যবসায়ের ক্ষেত্রে কোনো সেবাকে অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীক হলো সার্ভিস মার্ক।

প্রকল্পের বৈশিষ্ট্য কী কী?

একটি নির্দিষ্ট সময়ে কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য গৃহীত কার্যপদ্ধতি হলো প্রকল্প। প্রকল্পের বৈশিষ্ট্যগুলো হলো – ১) নির্দিষ্ট লক্ষ্য ২) বাস্তবায়নের সময় ৩) সম্ভাব্যতা যাচাই ৪) সুনির্দিষ্ট নিয়ম-নীতি ৫) চলমান প্রক্রিয়া ৬) উপকরণের সমন্বয়।

কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্পের উদাহরণ

কুটির শিল্প কাকে বলে? পারিবারিক পরিবেশে স্বল্প মূলধন ও নিজস্ব কারিগরি জ্ঞানের সাহায্যে পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচালিত শিল্প হলো কুটির শিল্প। যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১০ জনের বেশি নয় তাকে কুটির শিল্প বলে। স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা, ভাই-বোন ও … Read more

উদ্যোক্তার ব্যবসায় সক্ষমতা যাচাই করতে হয় কেন?

অতীত ও বর্তমান তথ্য থেকে পরিকল্পনা রচিত হয়। পরিকল্পনা তৈরির সময় সঠিক তথ্য লিপিবদ্ধ করতে হয়। কারণ, তথ্য অস্পষ্ট হলে পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। তাই পরিকল্পনা প্রণয়নের সময় স্পষ্ট তথ্য লিখতে হবে। এতে কর্মীরা পরিকল্পনার বিষয় সহজে অনুসরণ করে কাজে সফলতা আনতে হবে।