যুব প্রশিক্ষণ কেন্দ্রের সংক্ষিপ্ত বর্ণনা

যুব প্রশিক্ষণ কেন্দ্র যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয়। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। এর মাধ্যমে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়।  যেমনঃ হাঁস – মুরগির খামার তৈরি, মাছ চাষ, সবজি বাগান, কম্পিউটার। এসব বিষয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।

BRDB-এর কার্যক্রম ব্যাখ্যা কর।

BRDB-এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)। এটি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী – পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়। এর মধ্য দিয়ে তাদের স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে সহায়তা করে। দেশের সব জেলা ও উপজেলায় এর কাজ বিস্তৃত।

অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা উত্তম কেন?

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকারের মাধ্যমে নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়।অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হলে, পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। এছাড়া, অধিকার প্রতিষ্ঠার জন্য অন্য  অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায়।  আবার, সদস্যদের চুক্তি পালনে বাধ্য করা যায়। কিন্তু অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হলে এসব সুবিধা পাওয়া যায় না। … Read more

চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে কী বোঝায়?

অংশীদারের মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী গড়ে ওঠা সম্পর্ক হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। এ সম্পর্কের ভিত্তিতে অর্থাৎ চুক্তিবদ্ধ হয়ে অংশীদাররা অংশীদারি ব্যবসায় গঠন করে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন ও পরিচালনা অসম্ভব। কারণ চুক্তি অনুযায়ী মূলধন বিনিয়োগ, পরিচালনা ও মুনাফা বণ্টন করা হয়। চুক্তিই অংশীদারের দায় ও অধিকার নিশ্চিত করে।

সমবায় কীভাবে রাষ্ট্রীয় ব্যবসায় থেকে পৃথক?

পরিচালনা ও নীতিগত দিক থেকে সমবায় রাষ্ট্রীয় ব্যবসায় থেকে আলাদা। রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ই হলো রাষ্ট্রীয় ব্যবসায়। এ ধরনের ব্যবসায় গঠনের পেছনে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। জনকল্যাণ সাধনই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য। অপরদিকে, সমবায় সমিতি গঠিত হয় শুধু নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে। সেখানে সদস্য জনকল্যাণকে মুখ্য হিসেবে চিন্তা করে না। সদস্যদের … Read more

ব্যবসায় নৈতিকতা কী?

ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। নৈতিক আচরণবিধি অনুসরণবিধি অনুসরণের মাধ্যমেই একজন ব্যবসায়ী ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় বুঝতে পারেন। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, পণ্যের গুণগতমান ঠিক রাখা, ক্রেতাদের সাথে ভালো আচরণ করা প্রভৃতি বিষয় … Read more

কোম্পানি গঠনতন্ত্র কাকে বলে?

স্মারকলিপিকে (Memorandum of Association) কোম্পানির গঠনতন্ত্র বলা হয়। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ও দায়ের বিষয়ে তথ্য লেখা থাকে। এটি কোম্পানির কার্যপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করে। এতে অন্তর্ভূক্ত নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। কোম্পানি সবসময় স্মারকলিপিতে নির্দেশিত নিয়ম মেনে চলতে বাধ্য থাকে। এ কারণে স্মারকলিপিকে … Read more

সমবায় সমিতির সমভোটাধিকার নীতিটি ব্যাখ্যা কর।

সমবায় সমিতিতে সদস্যরা একের বেশি সংখ্যক শেয়ার কিনলেও প্রত্যেকে একটি মাত্র ভোট দেওয়ার অধিকারী হবেন, এটিই হলো সমভোটাধিকার নীতি।সমবায় সমিতি হচ্ছে সাম্যের প্রতীক। অর্থাৎ এখানে সকলেই সমান। সাম্য সমিতি হচ্ছে সাম্যের প্রতীক। অর্থাৎ এখানে সকলেই সমান। সাম্য সমবায় সমিতির অন্যতম মূলমন্ত্র বা মূল ভিত্তি। সমিতিতে ভোটের ক্ষেত্রেও এর প্রয়োগ হয়। এক্ষেত্রে একটির বেশি শেয়ার কিনলেও … Read more