বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে কেন?

বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে। পদার্থবিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম, শেলডন গ্লাশো, স্টিভেন ওয়াইনবার্গ একীভূত ক্ষেত্রতত্ত্বের বেলায় মৌলিক বলগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে তাড়িত দুর্বল বল আবিষ্কার করে অসামান্য অবদান রাখেন বিংশ শতাব্দীতে। ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর রমন বিংশ শতাব্দীতে রমন প্রভাব আবিষ্কার করেন। বিংশ শতাব্দীতেই ওটোহান ও স্ট্রেসম্যান বের করেন যে নিউক্লিয়াস ফিশানযোগ্য। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্ল্যাঙ্কের … Read more

যদি হঠাৎ করে তোমার এবং তোমার চারপাশের সবকিছুর সাইজ অর্ধেক হয়ে যায় তুমি কি বুঝতে পারবে?

যদি হঠাৎ আমার এবং আমার আশেপাশের সবকিছুর সাইজ অর্ধেক হয়ে যায়, তবে আমি তা ধরতে পারব না। কারণ আমরা দৃশ্যমান জগতের যেকোনো কিছুর পরিমাপ করি কোনো আদর্শ পরিমানের মাধ্যমে। যেমন – দৈর্ঘ্য পরিমাপ করি, মিটার স্কেলের সাহায্যে। সবকিছুর সাইজ অর্ধেক হলে মিটার স্কেলও অর্ধেক হয়ে যাবে। তাই আনুপাতিক পরিমাণের কোনো পরিবর্তন হবে না।

ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ?

ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ? স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে বোঝায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.01 mm ছোট।

ভার্নিয়ার সমপাতন কি?

ভার্নিয়ার সমপাতন কি? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দেখা যায় ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলে। অনেক ক্ষেত্রে দাগ মিলে না। সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে সবচেয়ে কাছাকাছি থাকে। ভার্নিয়ার স্কেলের যত তম দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে … Read more

পরিমাপে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন?

প্রধান স্কেল বা মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন, 0.2 মিলিমিটার বা 0.8 মিলিমিটার দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় না। ভার্নিয়ার স্কেল বস্তুর দৈর্ঘ্য মিলিমিটার এর ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে। তাই মিলিমিটার এর ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে প্রধান স্কেলের সাথে ভার্ণিয়ার স্কেল ব্যবহার করা … Read more

মৌলিক ও লব্ধ রাশির পার্থক্য কি?

মৌলিক ও লব্ধ রাশির পার্থক্য কি? যে সকল রাশি স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাকে মৌলিক রাশি বলে। আর যে সকল রাশি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাকে লব্ধ একক বলে। মৌলিক রাশির একক মৌলিক একক এবং লব্ধ রাশির একক লব্ধ একক।

এস.আই. একক কাকে বলে?

বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে মাপজোখের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে 1960 সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস.আই পদ্ধতি।

আর্কিমিডিসের মৃত্যু পরবর্তী সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কেন?

আর্কিমিডিসের মৃত্যুর পর কয়েক শতাব্দীকাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। আর্কিমিডিস মৃত্যুবরণ করেন ২১২ খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব ২১২ এর পরবর্তী সময় থেকে ত্রয়োদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি। তাই এ সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয়।