আবর্ত গতি কাকে বলে?

 যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ তেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে আবর্ত গতি বলে।

স্থিতি কাকে বলে?

স্থিতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন ঘটে না তখন এর অবস্থাকে স্থিতি বলে।

পরম গতি কি বা কাকে বলে?

পরম গতি কাকে বলে? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। আরো পড়ুনঃ পর্যায়বৃত্ত গতি কাকে বলে? বৃত্তীয় গতি কাকে বলে? জড়তা কাকে বলে? জড়তার প্রকারভেদ, স্থিতি জড়তা ও গতি জড়তা

কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই- এরকম হতে পারে কি?

 কোনো বস্তুর বেগ থাকা সত্ত্বেও এর ত্বরণ নাও থাকতে পারে। এক্ষেত্রে বস্তুটির ত্বরণ শূন্য হবে এবং বেগ অপরিবর্তিত থাকবে। মহাবিশ্বের যে স্থানে কোনোরূপ মহাকর্ষ বল নেই, সেখানে কোনো বস্তু যে গতিতে চলছে সে গতিবেগেই চলতে থাকবে, ফলে এর কোনো ত্বরণ থাকবে না।  সুতরাং কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই এরকম হতে পারে।

কর্মদক্ষতা কাকে বলে?

কর্মদক্ষতা কাকে বলে? কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে। একে η দ্বারা প্রকাশ করা হয়। কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে। আরো পড়ুনঃ বায়োম কাকে বলে? বায়োম এর বৈশিষ্ট্য বিকীর্ণ তাপ কাকে বলে? বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য গ্লোবাল … Read more