অভিলম্ব কাকে বলে?

আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। চিত্রে, ON হলো অভিলম্ব। আপতন বিন্দুগামী ও বিভেদ তলের উপর লম্বভাবে অংকিত সরলরেখাকে অভিলম্ব বলে।

চার্জ বা আধান কাকে বলে?

অ্যাম্বারকে রেশমী কাপড় দিয়ে ঘর্ষণ করলে এতে চার্জ বা আধান উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে কোন বস্তুতে যার উপস্থিতিতে বস্তু দ্বারা ছোট ছোট হালকা বস্তু বা কণা আকর্ষিত হওয়ার শক্তির সঞ্চার হয় তাকে চার্জ বা আধান বলে। চার্জের প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়।

তড়িৎ এর প্রকারভেদ

তড়িৎ দুই প্রকার। যথাঃ ১) স্থির তড়িৎ এবং ২) চল তড়িৎ। ১) স্থির তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে এবং প্রবাহিত হয় না তখন তাকে স্থির তড়িৎ বলে। ২) চল তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুর মধ্য দিয়ে চলাচল করে বা প্রবাহিত হয় তখন তাকে চল তড়িৎ বলে।