উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার উল্লেখ কর।

উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার ব্যাপক। শক্তির ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পায় এবং জীবনমানের উন্নতি হয়। উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহারের কিছু উদাহরণ হল: উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহারের মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়: উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিত: উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহারের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যগুলো অর্জন সহজতর হয়।

40 J কাজ বলতে কি বুঝ?

40 J কাজ বলতে বুঝায়, কোনো বস্তুর উপর 40 N বল প্রয়োগ করে যদি বস্তুটিকে 1 m সরণ করা যায়, তাহলে সে কাজের পরিমাণ হবে 40 J। কাজ হলো বল এবং দূরত্বের গুণফল। অর্থাৎ, W = F × d যেখানে, W হলো কাজের পরিমাণ, F হলো বল, d হলো সরণ। সুতরাং, 40 J কাজ বলতে বুঝায়, … Read more

বল প্রয়োগ করা সত্ত্বেও কাজ শূন্য হতে পারে বুঝিয়ে লিখ।

বল প্রয়োগ করা সত্ত্বেও কাজ শূন্য হতে পারে। কাজের সংজ্ঞা হলো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর বলের দিকে সরন ঘটে তাহলে তাকে কাজ বলে। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু বস্তুর কোনো সরন না ঘটে তাহলে কাজ শূন্য হবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি একটি দেয়ালের উপর বল প্রয়োগ করতে পারে কিন্তু … Read more

কৌণিক বিস্তার কাকে বলে?

সরল দোলকের মধ্যাবস্থান A থেকে যেকোনো একদিকে সরে B অবস্থানে যেয়ে ঝুলনবিন্দু O এর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক বিস্তার বলে।

পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য

পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি  ১ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা একটি নির্দিস্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। স্পন্দন গতি সম্পন্ন কণা পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে।  ২ সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি। সকল পর্যাবৃত্ত … Read more

পীড়ন ব্যবহারে সতর্কতা

রেলগাড়ি, বিমান, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের যন্ত্রাংশসমূহ দীর্ঘদিন ব্যবহারের ফলে এদের কর্মদক্ষতা হ্রাস পায়। দীর্ঘদিন পীড়ন প্রয়োগ ও প্রত্যাহারের কারণে এদের স্বাভাবিক কর্মদক্ষতা হারিয়ে ফেলে, ফলে পীড়ন প্রত্যাহারের পর এদের পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় না। তাই ক্রমান্বয়ে পীড়ন ব্যবহার না করে নির্দিষ্ট বিরতিতে পীড়ন ব্যবহার করা প্রয়োজন। যন্ত্রাংশের কর্মদক্ষতা দীর্ঘদিন বজায় রাখতে হলে … Read more

তামার পয়সনের অনুপাত 0.34 বলতে কি বুঝায়?

তামার পয়সনের অনুপাত 0.34 বলতে বুঝায় স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত 0.34।