বায়ুতে পানির ফোঁটা গোলাকার হয় কেন?

পৃষ্ঠটানের জন্য তরলের পৃষ্ঠ সঙ্কুচিত হয়ে ন্যূনতম ক্ষেত্রফল ধারণ করতে চায়। বায়ুতে অল্প আয়তনের পানি বিন্দু গোলক আকার ধারণ করে কারণ সমান আয়তনের বিভিন্ন আকৃতির বস্তুর মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম হয়।

প্রভাব গোলক কাকে বলে?

দুটি অণুর পারস্পরিক সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত এদের মধ্যে আন্তঃআণবিক বল অনুভূত হয় তাকে আনবিক পাল্লা বলে। কোনো অণুকে কেন্দ্র করে এর আণবিক পাল্লার সমান (প্রায় 10-10 m) ব্যাসার্ধ নিয়ে গোলক কল্পনা করলে যে গোলক পাওয়া যায় তাকে ঐ অণুর প্রভাব গোলক বলে।

কচু পাতার গায়ে পানি লেগে থাকে না, তবে কাচের গায়ে লেগে থাকে কেন?

কোনো তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ সূক্ষকোণ অর্থাৎ 90° এর কম হলে ঐ তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে। আবার, তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ স্থূলকোণ অর্থাৎ 90° এর চেয়ে বেশি হলে ঐ তরল পদার্থ কঠিন পদার্থটিকে ভিজাবে না। কচু পাতার সাথে পানির স্পর্শ কোণ 90° এর চেয়ে বেশি হয়।  তাই পানি কচু পাতাকে ভিজাতে পারে না … Read more

সমযোজী যৌগের বৈশিষ্ট্যসূচক ধর্মাবলি

১) পোলারিটিঃ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় বলে অণুতে কোনো পোল সৃষ্টি হয় না। এজন্য সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার। ২) বিদ্যুৎ পরিবাহিতাঃ সমযোজী যৌগে কোনা আয়ন সৃষ্টি হয় না। তাই অপোলার সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবহনে সক্ষম নয়। ৩) দ্রাব্যতাঃ সমযোজী যৌগ অপোলার বলে এরা সাধারণত অপোলার জৈব দ্রাবক বেনজিন, ইথার, ক্লোরোফরম ইত্যাদিতে বেশি দ্রবণীয় এবং পানিতে … Read more

সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা

বিজ্ঞানী লুইস ও কোজেল এর মতবাদ অনুসারে সমযোজী বন্ধন গঠনকালে পরমাণুতে বহিঃস্থ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো তথা আটটি ইলেকট্রন অর্জিত হতে হয়। এ মতবাদকে অষ্টক তত্ত্ব বলে। সাধারণত অষ্টক তত্ত্ব অনুসারে সমযোজী অণুসমূহ গঠিত হয়। কিছু কিছু ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ও অষ্টক সংকোচনের ফলে এ নীতির ব্যতিক্রম পরিলক্ষিত হয়।

ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ কাকে বলে?

স্থায়ী ডাইপোল বিশিষ্ট একটি অণুর সঙ্গে একটি অপোলার প্রতিসম অণু বা পরমাণুর পারস্পরিক ক্রিয়া হলে ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ ঘটে।অণুটি যদি পোলারায়নযোগ্য হয় তবে ডাইপোলার অণুটির ধনাত্মক প্রান্তের প্রভাবে এর ইলেকট্রন মেঘের প্রতিসাম্য নষ্ট হয়ে এটি একটি আবিষ্ট ডাইপোলে পরিণত হয়। এতে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোলের মধ্যে পারস্পরিক আকর্ষণের ফলে এরা একটি দুর্বল বন্ধনে আবদ্ধ … Read more

ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল কাকে বলে?

হাইড্রোজেন বন্ধন ডাইপোল-ডাইপোল আকর্ষণের অন্যতম উদারহণ। যে সমস্ত যৌগে স্থায়ী ডাইপোল মোমেন্ট বিদ্যমান তাদের মধ্যে এ প্রকার আকর্ষণের উৎপত্তি হয়। পোলার সমযোজী যৌগ HCl, NH3, H2O প্রভৃতি এ জাতীয় যৌগ। যখন একটি HCl অণু অন্যটির দিকে অগ্রসর হয়, তখন উভয় ডাইপোলের মধ্যে এমনভাবে ক্রিয়া হয় যাতে এক অণুর ধনাত্মক প্রান্ত (δ) অন্য অণুর ঋণাত্মক প্রান্ত (δ) … Read more

পূর্ণ নমনীয় বস্তু কাকে বলে?

কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃত করলে যদি বল অপসারণের পর বস্তুটি ঐ বিৃকত অবস্থা পুরোপুরি বজায় রাখে তাহলে বস্তুটিকে পূর্ণ নমনীয় বস্তু বলে। কোনো বস্তুই সম্পূর্ণ নমনীয় নয়। আটার দলা, মাটির দলা, প্লাস্টিক ইত্যাদিকে নমনীয় বস্তু হিসেবে ধরা হয়। নমনীয় বস্তুকে অস্থিতিস্থাপক বস্তুও বলা হয়।