অনুনাদ কাকে বলে?

কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি যে অধিক বিস্তারে কম্পিত হয় সেই কম্পাঙ্কই হলো অনুনাদ।

উঁচু স্থান থেকে লাফিয়ে নদীতে পড়ার সময় কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন?

উঁচু স্থান হতে লাফিয়ে পড়ার সময় ব্যক্তির ত্বরণ অভিকর্ষজ ত্বরনের সমান হয় অর্থাৎ a = g হয়। ফলে লব্ধি ত্বরণ (g – a) = 0, শূন্য হয়। এজন্য ব্যক্তি নিজেকে ওজনশীন মনে করেন।

শীতল পানির গতির চেয়ে পানির গতি দ্রুত হয় কেন?

শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুত হয়। শীতল পানিতে অণুগুলো কাছাকাছি অবস্থান করে এবং পানির অণুগুলো স্থির অবস্থায় থাকে। কিন্তু পানি যখন গরম করা হয় তখন পানির অণুগুলো উত্তেজিত হয়ে ছোটাছুটি শুরু করে গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে।  তাই শীতল পানির তুলনায় গরম পানির গতি দ্রুত হয়।

আলোর প্রতিফলন কাকে বলে?

আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আলোর প্রতিফলন বলে।

নৌকায় গুণ টানার সময় দড়ির দূরত্ব যত বেশি হয় নৌকা তত বেশি দ্রুত চলে কেন?

নৌকার গুণ টানার সময় দড়ির দূরত্ব যত কম হয়, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তত বড় হয়। সেক্ষেত্রে, অনুভূমিকের দিকে অনুভূমিক টানের উপাংশ Tcosθ এর মান তত কম হয়। কারণ θ এর মান যত বড় হয় cosθ এর মান তত কম হয়। ফলে কার্যকর টান কম হয়। কিন্তু দড়ির দৈর্ঘ্য বেশি হলে টানের সময় অনুভূমিকের দিকের সাথে উৎপন্ন কোণের … Read more