দৃষ্টিসীমা বলতে কি বুঝায়?

দৃষ্টিসীমা বলতে একটি চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিক চোখ যে নিকট বিন্দু এবং দূর বিন্দুতে কোন অসুবিধা ছাড়ায় স্পষ্ট দেখে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দৃষ্টিসীমা বলে।

অণুবীক্ষণ, দূরবীক্ষণ এবং নভোদূরবীক্ষণ যন্ত্র কাকে বলে?

অণুবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়, তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। দূরবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের দূরবর্তী বস্তু স্পষ্ট বা বড় করে দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীণ বলে। নভোদূরবীক্ষণ যন্ত্র : আকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, … Read more