আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন?

বায়ুমণ্ডল যেমন আমাদের দেহে চাপ দেয় তেমনি আমাদের দেহেরও চাপ আছে। আমাদের রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা সামান্য বেশি। তাই আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না।

কোনো বস্তু তরলে ডুবালে তা হালকা মনে হয় কেন?

আমরা জানি, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করে। বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুর ওজন হ্রাস পায়। এজন্যই কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয়।

টরিসেলির শূন্যস্থান কি?

একমুখ বন্ধ এক মিটার লম্বা একটি পারদপূর্ণ কাচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদস্তম্ভের উচ্চতা 76  cm এ নেমে আসে। কাচনলের বাকি অংশ অর্থাৎ পারদের উপরিতল হতে কাচনলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্য স্থানকে টরিসেলির শূন্যস্থান বলে।

প্রতিবিম্ব কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। সমতল দর্পণ এবং গোলকীয় দর্পণে আলোর প্রতিফলন হয, আবার স্বচ্ছ মাধ্যমে বা লেন্সের মধ্য দিয়ে আলো প্রতিসরিত হয়। প্রতিফলন এবং প্রতিসরণ উভয় … Read more