অভিকর্ষের প্রভাবে পতনশীল বৃষ্টির ফোঁটা উচ্চ বেগ প্রাপ্ত হয় না কেন?

বৃষ্টির ফোঁটা যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে পড়তে থাকে অভিকর্ষের কারণে এর বেগ বৃদ্ধি পেতে থাকে এবং সান্দ্রতার কারণে এর উপর বায়মন্ডলের বাধাদানকারী বলও বৃদ্ধি পেতে থাকে। এক সময় ফোঁটাটির নিট ত্বরণ শূন্য হয়। ফোঁটাটি তখন ধ্রুব বেগ নিয়ে পড়তে থাকে। এই বেগকে অন্ত্যবেগ বা প্রান্তিক বেগ বলে।  সুতরাং অন্ত্যবেগ প্রাপ্তির কারণে অবাধভাবে পতনশীল বৃষ্টির ফোঁটা … Read more

সব দোলক সরল দোলক নয়?

সরল দোলকের ক্ষেত্রে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে পাকহীন হালকা সরু সুতার সাহায্যে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়। এ দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার 4° এর মধ্যে হতে হবে। যেসব দোলকের কৌণিক বিস্তার 4° এর বেশি, সেসব দোলক সরল দোলক নয়।  অর্থাৎ কৌণিক বিস্তারের সীমাবদ্ধতার কারণে সব দোলক সরল দোলক নয়।

শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুততর হয় কেন?

শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুততর হয়। এর কারণ তরলের প্রবাহগতি নির্ভর করে এর সান্দ্রতা ধর্মের উপর। যে তরলের সান্দ্রতা যত কম তার দ্রুতি তত বেশি। পানিকে উত্তপ্ত করা হলে এর সান্দ্রতা সহগ হ্রাস পায়, ফলে এর গতি দ্রুততর হয়।

তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে?

কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষ বলের বিপরীত দিকে গতিশীল হয়। ফলে অভিকর্ষজ ত্বরণের কারণে এর বেগ কমতে থাকে। বস্তুটি খাড়া উপরের দিকে নিক্ষেপিত হলে প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 ms-1 করে কমতে থাকবে।

স্থিতিস্থাপক বল বিকর্ষণধর্মী হয় কিভাবে?

বল প্রয়োগে যদি বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন হয় আবার বল সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে তবে সেই বলকে স্থিতিস্থাপক বল বলে। যেহেতু এই বল প্রয়োগ করলে পদার্থটি সংকোচিত হয় তাই এই প্রত্যয়নী বল বিকর্ষণধর্মী যা সাম্যাবস্থার জন্য সমান ও বিপরীতধর্মী। তাই স্থিতিস্থাপক বল বিকর্ষণধর্মী।

ব্যবর্তন পীড়নের সংজ্ঞা দাও।

ব্যবর্তন বিকৃতি প্রতিরোধ করার জন্য একক ক্ষেত্রফলে যে প্রতিরোধ বলের সৃষ্টি হয় অর্থাৎ বিকৃতি ঘটাতে একক ক্ষেত্রফলের উপর যে পীড়ন বল প্রযুক্ত হয় তাকে ব্যবর্তন পীড়ন বলে।