কেলভিন স্কেল কাকে বলে?

লর্ড কেলভিন ১৮৫০ খ্রিস্টাব্দে এমন একটি তাপমাত্রার স্কেল উদ্ভাবন করেন যা কোনো বস্তুর ভৌত গুণাবলীর উপর নির্ভরশীল নয়। তাঁর নামানুসারে এ স্কেলের নামকরণ হয় কেলভিন স্কেল। এই স্কেলকে পরম স্কেল বা তাপগতীয় স্কেল বলা হয়। স্কেলটির শূন্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। People’s Choice

থার্মিস্টার কাকে বলে?

থার্মিস্টার অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরী একটি ব্যবস্থা যার সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায়। রোধ থার্মোমিটারের মতো থার্মিস্টারের তাপমিতিক ধর্ম রোধ। তবে রোধ থার্মোমিটারের সাথে এর পার্থক্য হলো রোধ থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়। কিন্তু থার্মিস্টারের রোধ তাপমাত্রার বৃদ্ধির সাথে হ্রাস পায়। রোধ থার্মোমিটারের তুলনায় থার্মিস্টার অনেক বেশি সুবেদী। পরিমাপ সীমাঃ থার্মিস্টারের সাহায্যে -70°C থেকে 300°C পর্যন্ত … Read more

মৌলিক ব্যবধান কাকে বলে?

১৯৫৪ খ্রিষ্টাব্দের পূর্বে দুটি স্থির বিন্দু আন্তর্জাতিকভাবে গৃহীত হয়। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে ঊর্ধ্বস্থির বিন্দু বা স্টীম বিন্দু বলে। নিম্ন স্থির বিন্দু ও ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধানকে বলা হয় প্রাথমিক ব্যবধান … Read more

তাপীয় সাম্যাবস্থা কাকে বলে?

একটি শীতল বস্তুর একটি উত্তপ্ত বস্তু সংস্পর্শে আনা হলে শীতল বস্তুটি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং উত্তপ্ত বস্তুটি ক্রমশ শীতল হতে থাকে। এক সময় দুটি বস্তুর একই তাপমাত্রায় উপনীত হয়। এ অবস্থাকে তাপীয় সাম্যাবস্থা বলা হয়। People’s Choice

তাপ-তড়িৎ থার্মোমিটার কাকে বলে?

তাপ-তড়িৎ থার্মোমিটারের মূলতত্ত্ব হলোঃ দুটি ভিন্ন ধাতুর তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে যদি বর্তনী তৈরী করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায়, তাহলে ঐ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। বর্তনীতে যে তাড়িচ্চালক বলের উদ্ভব হয় তাকে তাপীয় তড়িচ্চালক বল বলা হয়। People’s Choice

সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয় – কেন?

আমরা জানি, কোনো স্বরে যেসব বিভিন্ন সুর থাকে, তাদের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে মূর সুর বলে। অন্যান্য সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তাদের উপসুর বলে। আবার, উপসুরগুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয়, তাহলে সে সকল উপসুরকে হারমোনিক বলে।সুতরাং সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়।

আলোর ক্ষেত্রে স্থির তরঙ্গ তৈরি করা সম্ভব নয় – কেন?

আলো তরঙ্গ হলেও এটি শব্দের ন্যঅয় যান্ত্রিক তরঙ্গ নয়। এটি এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ। তাই আলোর ক্ষেত্রে স্থির তরঙ্গ তৈরি করা সম্ভব নয়।

মুক্তিবেগ কী?

কোনো গ্রহের পৃষ্ঠ হতে যেকোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি ঐ গ্রহের অভিকর্ষের প্রভাব কাটিয়ে মহাশূন্যে চলে যাবে, তাকে ঐ গ্রহের মুক্তিবেগ বলে।