সর্বাধিক উচ্চতায় প্রাসের স্থিতিশক্তি ও গতিশক্তি ব্যাখ্যা কর।

আমরা জানি, সর্বাধিক উচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ শূন্য হয়ে যায়। শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে। শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে। ফলে প্রাসের বেগ সর্বনিম্ন হয়ে যায়। বেগ সর্বনিম্ন হওয়ায় গতিশক্তি সর্বনিম্ন হবে।  আবার, গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি সর্বদা সমান বলে, সর্বাধিক উচ্চতায় স্থিতিশক্তি সর্বোচ্চ হয়।  অতএব, সর্বাধিক উচ্চতায় প্রাসের স্থিতিশক্তি সর্বোচ্চ এবং গতিশক্তি সর্বনিম্ন হয়।

ভরকেন্দ্র কী?

বস্তুর কণাগুলোর সমস্ত ভরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ঐ বিন্দুর মধ্য দিয়েই সমস্ত কণার তাদের ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বলসমূহের লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। ঐ বিন্দুকে বস্তুর ভরকেন্দ্র বলে।

কৌণিক বেগ কাকে বলে?

সময় ব্যবধান শূন্যের কাছাকাছি (Δt→0) হলে সময়ের সাপেক্ষে বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। এককঃ কৌণিক বেগ এর একক রেডিয়ান/সেকেন্ড (rads-1) মাত্রাঃ কৌণিক বেগের মাত্রা = T-1

পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায় কেন?

আমরা জানি, পর্যায়কাল ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো এরা একে অপরের ব্যস্তানুপাতিক। কাজেই, পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়। আবার, কৌণিক বেগ বাড়লে বিপরীতভাবে পর্যায়কাল হ্রাস পায়। গাণিতিকভাবে পর্যায়কাল ও কৌণিক বেগের সম্পর্কটি হলো- ω = 2π∕T যেহেতু পর্যায়কাল ও কৌণিক বেগ পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই পযায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়।

কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয়

আমরা জানি, A ক্ষেত্রফলের উপর F বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপ, P = F/A. অর্থাৎ বলের মান যত বেশি হবে এবং ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত চাপের পরিমাণ তত বেশি হবে। বন্দুকের গুলির আকার ছোট এবং এটি অনেক গতিশক্তি নিয়ে কাচের উপর বল প্রয়োগ করে। ফলে কাচের অনেক কম ক্ষেত্রফলের উপর অধিক বল প্রযুক্ত হয়। … Read more

কেন্দ্রমুখী বল কাকে বলে?

যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। m ভরের বস্তু r ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি v নিয়ে চলতে থাকলে কেন্দ্রমুখী বলের মান হবে mv2/r। কৌণিক বেগে প্রকাশ করলে কেন্দ্রমুখী বলের মান হয় mω2r। কেন্দ্রমুখী বল … Read more