স্থিতিস্থাপক বিভব শক্তি কাকে বলে?

একটি স্থিতিস্থাপক বস্তুর উপর বাইরে হতে বল প্রয়োগ করা হলে বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন হয়। ফলে, বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে বস্তুর উপর কাজ করতে হয়। এ কাজ বস্তুটিকে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। আর এ শক্তির নামই স্থিতিস্থাপক বিভব শক্তি।যেমন একটি স্থিতিস্থাপক স্প্রিং এর সংকোচন বা সম্প্রসারণে কৃত কাজ, স্প্রিং এ স্থিতিস্থাপক বিভব … Read more

অভিকর্ষীয় বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে?

কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুলতে বাইরের উৎসের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এ কাজ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। একে বস্তুর অভিকর্ষীয় বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।এক্ষেত্রে ভূ-পৃষ্ঠকে প্রামাণ্য তল হিসেবে ধরা হয়।

নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে?

নিম্নে মহাকর্ষ সূত্রটি নিম্নে দেয়া হলো – “মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বা কণা একে অপরকে আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তু বা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।” এখানে, M ও m বস্তু বা বস্তুকণাদ্বয়ের ভর।

শক্তির অপচয় কাকে বলে?

শক্তির এক রূপ হতে অন্যরূপে রূপান্তরের সময় এর সামান্য কিছু অংশ এমনরূপে রূপান্তরিত হয় যা কোনো কাজে আসে না। শক্তির এ অকার্যকর রূপান্তরকে শক্তির অপচয় বলে। শক্তি সাধারণ অবিনশ্বর। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি এক রূপ হতে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। লর্ড … Read more

মহাকর্ষীয় বিভব কাকে বলে?

অসীম দূরত্ব হতে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ঐ ক্ষেত্রে ঐ বিন্দুর মহাকর্ষ বিভব বলে।

মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে?

মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে, বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করে, তাকে ঐ ক্ষেত্রের দরুণ ঐ বিন্দুর তীব্রতা বা প্রাবল্য বলে। মহকর্ষীয় প্রাবল্য একটি ভেক্টর রাশি এবং এর দিক ভারকেন্দ্র অভিমুখী। আন্তর্জাতিক পদ্ধতিতে এর একক হলো Nkg-1

মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে?

কোন বস্তু বা বস্তুসমূহের চারদিকে যতদূর পর্যন্ত এর মহাকর্ষীয় বল অনুভূত হয়, সে অঞ্চলকে ঐ বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। বস্তুটি যদি পৃথিবী হয় তবে সৃষ্ট ক্ষেত্রকে অভিকর্ষ ক্ষেত্র বলে।

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল  ১ একটি বলকে সংরক্ষণশীল বল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বলা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়। একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে … Read more